আইআরসিটিসি রেলওয়ে অ্যাপ্লিকেশন দ্বারা টিকিট বুকিং হবে আরও সহজ

আইআরসিটিসি রেলওয়ে অ্যাপ্লিকেশন দ্বারা টিকিট বুকিং হবে আরও সহজ
HIGHLIGHTS

লঞ্চ করা সময় সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আপাতত ই-টিকিটের মাধ্যমো রোজ ১০ লক্ষের বেশি টিকিট বুক হয়ে থাকে৷ যা মূল বুকিংয়ের ৫৮ শতাংশ৷

এবার যাত্রীদের হয়রানি দূর করতে নতুন পদক্ষেপ নিল রেল৷ লঞ্চ করল নতুন টিকিট বুকিংয়ের অ্যাপ৷ মঙ্গলবার রেলমন্ত্রী সুরেশ প্রভু যাত্রীদের জন্য লঞ্চ করেছেন নতুন মোবাইল অ্যাপ ‘আইআরসিটটিসি রেল কানেক্ট’.

এই অ্যাপটির মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়া ও সহজে রেল টিকিট কাটতে পারার সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া৷ এর সাহায্যে খুব সহজে ও তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাত্রীরা৷

আরও দেখুন : ভেইন স্ক্যানার যার দ্বারা আপনি আপনার শরীরের শিরাগুলি কে দেখতে পারেন

লঞ্চ করা সময় সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আপাতত ই-টিকিটের মাধ্যমো রোজ ১০ লক্ষের বেশি টিকিট বুক হয়ে থাকে৷ যা মূল বুকিংয়ের ৫৮ শতাংশ৷ এই প্রবণতাকে মানুষের মধ্যে যাতে আরও বৃদ্ধি পায় তাই নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

তিনি আরও জানান, নতুন এই অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট, মহিলা কোটা, প্রিমিয়াম তৎকাল কোটা বুকিং ও কারেন্ট রিজার্ভেশন করার সুবিধা পাওয়া যাবে৷

নতুন অ্যাপ আগের অ্যাপ থেকে অনেক বেশি সুরক্ষিত৷ এবং পিন নম্বরের মাধ্যমে লগ ইন করার সুবিধা মিলবে৷ অথার্ৎ বারবার Username ও Password দেওয়ার দরকার পড়বে না৷ এটি IRCTC-র ই-ওয়ালেটের সঙ্গে কাজ করবে যাতে তাড়াতাড়ি পেমেন্ট করা সম্ভব হবে৷

প্রভু আরও জানিয়েছেন, নতুন অ্যাপে ৪০টির বেশি ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং, ডেবিট-ক্রেডিট কার্ড, পেটিএম, পেইউ, মোবিক্যুইকের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা থাকবে৷

আরও দেখুন : এয়ারটেল এবং ভোডাফোন কে ছাপিয়ে রিলায়েন্স জিও বানালো একটি নতুন রেকর্ড

আরও দেখুন : 5100mAh ব্যাটারী’র সঙ্গে লেনোভো P2 স্মার্টফোন লঞ্চ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo