IOS 16 চালু হচ্ছে আজ থেকে, জেনে নিন কীভাবে আপডেট করবেন, বা কী ফিচার পাবেন

Updated on 12-Sep-2022
HIGHLIGHTS

UI এবং একাধিক ফিচার নিয়ে আসছে IOS 16

লক স্ক্রিনে বেশ বড় কিছু আপডেট আসতে চলেছে যার মধ্যে থাকবে widgets

আর প্রাইভেসির জন্য থাকবে নতুন লকডাউন মোড

আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে IOS 16 চালু হচ্ছে iPhone 8 এবং তার পরের ফোনগুলোতে। এই সফটওয়্যারটি আইফোনে বিটা ফর্মে উপলব্ধ হবে বেশ কয়েক মাস ধরে টেস্ট করার পর। অ্যাপেলের (Apple) তরফে এই অপারেটিং সিস্টেমটি হয় আজ রাতে নইলে কাল ভোরবেলায় ভারতে চালু করা হবে। জুন 2022 এর WWDC 2022 এ প্রথমবার এটাকে দেখানো হয়েছিল এবং জানা গিয়েছে এতে একদম নতুন UI এবং ফিচার থাকতে চলেছে, বিশেষ করে লকস্ক্রিনের জন্য।

দেখে নিন IOS 16 এর বিষয়ে খুঁটিনাটি।

অন্যান্য সংস্থার মতোই অ্যাপেল কেবল লঞ্চের দিন ঘোষণা করে কিন্তু সময় নয়। তাই মনে করা হচ্ছে ভারতে হয় আজ রাত 10টা নাগাদ এই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ হবে অথবা কাল ভোরবেলায়।

কোন ফোনে সাপোর্ট করবে এটি?

আইফোন 8 এবং তারপরের ফোনগুলোতে এই নতুন অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে। এছাড়াও যে দুটি বাজেট আইফোন আছে, অর্থাৎ iPhone SE 2020 এবং SE 2022 এও এই নতুন সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। অন্যদিকে নতুন আইফোন 14 এবং 14 প্রো মডেলগুলো এই নতুন অপারেটিং সিস্টেম নিয়েই লঞ্চ হয়েছে।

কী করে দেখবেন এই অপারেটিং সিস্টেম আপনার ফোনে উপলব্ধ কিনা?

অ্যাপেলের তরফে নোটিফিকেশন পাঠানো হবে যখন IOS 16 চলে আসবে। তবুও যদি আপনি নিজে থেকে চেক করতে চান তাহলে আপনাকে প্রথমে সেটিংসে গিয়ে জেনারেল অপশনে যেতে হবে ওখান থেকে সফটওয়্যার আপডেট গেলে দেখতে পাবেন।

কী কী ফিচার পাওয়া যাবে এই আপডেটে?

IOS 16 এর সঙ্গে অ্যাপেল লক স্ক্রিনের ক্ষেত্রে বেশ বড়সড় আপডেট আনতে চলেছে। ব্যবহারকারীরা এখানে Widgets পাবেন। এছাড়াও নোটিফিকেশনগুলো সোজা লক স্ক্রিনে দেখা যাবে। ব্যবহারকারীরা এটা নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করার পর পাবেন। এছাড়াও অ্যাপেলের তরফে ক্যামেরা আপগ্রেড করা হচ্ছে এবং এই নতুন UI গ্রাহকদের ফিল্টার সুইচ করতে সাহায্য করতে সাহায্য করবে সোয়াইপ করার মাধ্যমে। অন্যদিকে আইফোনে একটা নতুন মোড পাওয়া যেতে চলেছে, যেটা বলা হচ্ছে লকডাউন মোড। পেগাসাসের মতো স্পাইওয়্যার থেকে এটা বাঁচাবে ফোনকে। প্রাইভেসি ট্যাবে গেলে এই ফিচার পাওয়া যাবে।

Connect On :