আজকাল অনেক অফিস খুলে গেলেও এখনও বেশ কিছু জায়গায় ওয়ার্ক ফ্রম হোম চলছে। এছাড়া বাড়ির বাচ্চাদের অনলাইন টিউশন ক্লাস, ইত্যাদি তো আছেই। সঙ্গে আছে বিনোদনের। আর এসবের জন্য চাই দুরন্ত গতির নেটওয়ার্ক। আর আমি আপনি এই জন্যই বাড়িতে WIFI Router রেখে থাকি। ব্রড ব্র্যান্ড কানেকশন আমাদের ভাল মানের Wifi স্পিড দিয়ে থাকে। কিন্তু এত কিছু করার পরেও যদি ঠিকঠাক স্পিড না মেলে তখন! কেন কম স্পিড মেলে ইন্টারনেটে জানেন? হতে পারে আপনি ভুল জায়গায় রাউটার রেখেছেন।
দেখুন রোজকার জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। কাজের সময় ঠিকঠাক ইন্টারনেট না পেলে অসুবিধা হয় বইকি! বিশেষ করে WIFI থাকা সত্বেও যখন খারাপ মানের ইন্টারনেট স্পিড মেলে। দামী রাউটার কেনার পর যদি দেখেন ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না তখন বিরক্তির শেষ থাকে না। কিন্তু কিছু কৌশল আছে যা করলে আপনি ঠিকঠাক ইন্টারনেট স্পিড পাবেন। কিন্তু এটার জন্য আপনাকে ঠিক জায়গায় রাউটার রাখতে হবে। দেখুন বাড়িতে কোথায় রাউটার রাখলে একদম ঠিকঠাক গতির ইন্টারনেট পাবেন। কোনটা সঠিক জায়গা।
বাড়ির মাঝখানে কোথাও রাখার চেষ্টা করুন WIFI রাউটার। এর ফলে গোটা বাড়িতে নেটওয়ার্ক কাভারেজ পাবেন। একই সঙ্গে ভাল গতির ইন্টারনেট পাবেন। আর বাড়ির মাঝামাঝি যদি এটা রাখেন তাহলে বাইরে থেকে কেউ আপনার WIFI এর পরিষেবা পাবেন না।
কখনও ভুলেও মেঝেতে রাউটার রাখবেন না। মনে রাখবেন এতে কিন্তু আপনার রাউটার খারাপ হয়ে যেতে পারে। মেঝেতে রাউটার রাখলে সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। রাউটার যে সংকেত পাঠায় সেটা মাটি শুষে নেয় এই জন্য স্পিড কমে যায়।
মোটা দেওয়ালের বাড়ি হলে এক ঘর থেকে আরেক ঘরে WIFI কানেকশন পেতে অসুবিধা হয় বইকি। এতে স্পিড কমে যায় ইন্টারনেটের। তাই দেওয়ালের কাছাকাছি রাউটার রাখবেন না। বরং দরজার কাছে সেটাকে রাখুন। যাতে দেওয়ালের কারণে ইন্টারনেটের স্পিড না কমে যায়।
WIFI রাউটার যেখানে প্লাগ ইন করেছেন চেষ্টা করেছেন তার আশপাশে বেবি মনিটর কর্ডলেস বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস না রাখতে। এর ফলে কিন্তু ইন্টারনেটের গতি কমে যায়। একই সঙ্গে সিগন্যালের সমস্যা হয়। ফলে এই দিকটাও খেয়াল রাখবেন।