মহাবিশ্বের মহা বিস্ময়ে নতুন আবিষ্কার ভারতীয় বৈজ্ঞানিকের !
রিচার্ড এই সময়ে মিচিগান বিশ্ববিদ্যালয়ে গবেষনারত
বিশ্বব্রহ্মান্ডের অবাক বিস্ময় নিয়ে আমাদের মনে প্রশ্নের শেষ নেই। আর এই সব অসংখ্য প্রশ্ন থাকতে থাকতেই নতুন এক আবিষ্কারে চমক বিজ্ঞানী মহলে। বিশাল মহাকাশের অপার বিস্ময় আর অন্তত রহস্যের খোঁজে মানুষের জানার চেষ্টার শেষ নেই। আর এর মধ্যেই নতুন এক ব্রহ্মান্ড আবিষ্কার করে চমক লাগালেন ভারতীয় এক বিজ্ঞানী।
ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড ডি’সুজা আমেরিকার মিচিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক। গোয়ার মাপুসা টাউনে জন্ম নেওয়া এই বৈজ্ঞানীকের এই নতুন আবিষ্কার নতুন এই ব্রহ্মান্ড মিল্কিওয়ে আর অ্যান্ড্রোমিডার পরেই এর অবস্থান। এই নতুন আবিষ্কার মহাকাশ গবেষনার ক্ষেত্রে বিরাট ভুমিকা নিতে পারে বলেনি মনে হচ্ছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে। রিচার্ড এই সময়ে মিচিগান বিশ্ববিদ্যালয়ে গবেষনারত আর ‘নেচার অ্যাস্ট্রোনমি’ তাঁর এই সংক্রান্ত গবেষনাটি প্রকাশিত হয়েছে।