বিগত বেশ কিছু সময় ধরে India Post Payments Bank (IPPB) এবার শেষ পর্যন্ত 21 আগস্ট লঞ্চ করা হবে
বিগত বেশ কিছু সময় ধরে India Post Payments Bank (IPPB) এবার শেষ পর্যন্ত 21 আগস্ট লঞ্চ করা হবে। এই পরিষেবা আপনাদের কাছে খুব সহযেই এর ব্রাঞ্চে খোলা হবে। আর এর আগে এয়ারটেল আর Paytm এই ভাবে পরিষেবা শুরু করেছে।
আপনাদের বলে রাখি যে 21 আগস্ট এই পরিষেবা অফিসিয়ালি লঞ্চ করা হবে আর এই পরিষেবা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। আর আপনাদের বলে রাখি যে এই ব্রাঞ্চ এখন চলছে। আর এছাড়া এটি দেশের প্রায় 648টি ব্রাঞ্চ সারা দেশে ওপেন হবে।
আর এর সঙ্গে এও বলা হচ্ছে যে এই বছরের শেষের মধ্যে সারা দেশের প্রায় 1.55 লাখের পোস্টঅফিসে পৌঁছে যাবে। আর এটি দেশের একটি বড় ব্যাঙ্কিং নেটওয়ার্ক হবে যা গ্রামীণ স্তরে কাজ করবে।
আর IPPB র CEO সুরেশ শেঠি বলেছেন যে এর প্রায় 650 ব্রাঞ্চে নিজেদের নিয়ে যাবে, আর এছাড়া প্রায় 3,250 অ্যাক্সেস পয়েন্টস তাদের জন্য হবে যা পোস্টঅফিসে আসবে। আর এছাড়া প্রায় 11,000 জন পোস্টম্যান গ্রামীণ আর শহরে ব্যাঙ্কিং পরিষেবা দেবে।