মোদী সরকারের আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক! তবে এবার পাকিস্তানের উপর, কীভাবে? দেখুন

Updated on 13-Dec-2022
HIGHLIGHTS

পাকিস্তানের বিরুদ্ধে ফের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক!

দেশে নিষিদ্ধ হল একাধিক পাকিস্তানি ওয়েবসাইট থেকে OTT প্ল্যাটফর্ম

নিষিদ্ধ ঘোষণা করা হল সেবক: দ্য কনফেশন

পাকিস্তানের উপর ফের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। একাধিক পাকিস্তানি OTT প্ল্যাটফর্ম সহ মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া, স্মার্ট টিভি অ্যাপ সব নিষিদ্ধ ঘোষণা করা হল দেশে। ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতর এই ঘোষণা করল। জানা গিয়েছে পাকিস্তানের এই OTT প্ল্যাটফর্ম সহ সোশ্যাল মিডিয়া, বা মোবাইল অ্যাপ দেশের অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করছিল। আর সেটা আটকানোর জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।

Sevak: The Confessions নামক একটি ওয়েব সিরিজে Vidly Tv বলে একটি OTT প্ল্যাটফর্মে রিলিজ করেছিল। 26/11 এর বর্ষপূর্তি হিসেবে এই ওয়েব সিরিজ মুক্তি পায়। আর সেই ওয়েব সিরিজই দেশের জাতীয় নিরাপত্তা থেকে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার ক্ষতি করার চেষ্টা করছিল।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এই সিরিজের তিনটি পর্ব এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে। আর সেখানেই ভারতের নানান ঘটনাকে তুলে ধরা হয়েছে। কাঞ্চন গুপ্তা, মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন, পাকিস্তানের ভিডলি টিভির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উস্কানিমূলক এবং সম্পূর্ণ ভুল এবং বিকৃত তথ্য দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। এটি ওয়েব সিরিজ পাকিস্তানের টাকায় তৈরি করা হয়েছে।

একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে ভারতের নানান সংবেদনশীল এবং ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করে দেখানো হয়েছে। দেশের জাতীয় গুরুত্ব জড়িয়ে আছে এমন অপারেশন যেমন অপারেশন ব্লু স্টার, বা অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা এক্সপ্রেসের মতো ঘটনাকে বিকৃত ভাবে দেখানো হয়েছে এই ওয়েব সিরিজ।

তবে এটা যে প্রথমবার সেটা নয়। এর আগেও একাধিকবার ভারত বিরোধী কার্যকলাপ দেখা গিয়েছে পাকিস্তানের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে। তখনও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই বছরই কেন্দ্রীয় সরকার 8টার বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল দেশে ব্যান করে দেয়। একই সঙ্গে একটি ফেসবুকের অ্যাকাউন্ট এবং 2টো ফেসবুক পোস্ট ডিলিট করা হয়েছিল। 2021 সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :