এভাবে রিলায়েন্স জিও হোম বা জিওফিক্সড ভয়েস এভাবে অ্যাক্টিভেট করুন

এভাবে রিলায়েন্স জিও হোম বা জিওফিক্সড ভয়েস এভাবে অ্যাক্টিভেট করুন
HIGHLIGHTS

জিও তাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এই বিষয়ে বলেছিল

জিও তাদের গ্রাহকদের ফিক্সড লাইন পরিষেবাও দিচ্ছে

রিলায়েন্স জিওর চেয়ারম্যান মুকেশ আম্বানি কোম্পানির অ্যানোয়াল জেনারেল মিটিংয়ে জিওফাইবার পরিষেবা 5 সেপ্টেম্বর আসবে বলেছিলেন। আর সেই সময়ে তিনি জিও ফাইবার গ্রাহকদের ফিক্সট লাইন মানে জিও ফিক্সড ভয়েসের কথাও বলেছিলেন। এই সময়ে এই পরিষেবাকে জিও হোম ফোন বলা হয়েছিল।

জিওফিক্সড মানে জিও হোম ফোন গ্রাহকরা কি করে অ্যাক্টিভেট করতে পারবেন সেই বিষয়ে আমরা আজকে আপনাদের জানাবো। এখানে ভারতের ভয়েস কল ফ্রি হবে আর জিওফাইবারে আপনারা নিজের ল্যান্ডলাইন করতে পারবেন। কোম্পানি শুধু জিও ফাইবার রাউটার ডিভাইস দেবে যা ল্যান্ডলাইনে অ্যাক্টিভেট করা যাবে।

জিওফাইবার গ্রাহকরা এভাবে জিও হোম ফোন ল্যান্ড লাইন পরিষেবা অ্যাক্টিভেট করুন

  • নিজের ফোনে জিও অ্যাপে যান আর এটি ওপেন করুন
  • আর এবার জিও গিগাফাইবার মানে জিও ফাইবারে যান
  • রিচার্জ অপশান টাইপ করুন
  • এখানে পপ আপ উইন্ডো দেখা যাবে আর সেটি অ্যাক্টিভেশান প্রসেস গাইড করতে আপনাদের সাহায্য করবে
  • প্রসেসের সময়ে আপনার রেজিস্টার্ড মোবাইলে জিওর দেওয়া OTP দিন
  • আর এবার OTP দেওয়ার পরে জিও হোম ফোন ল্যান্ডলাইন পরিষেবা আপনারা জিও ফাইবার কানেকশানে অ্যাক্টিভেট হ্যে যাবে

আপনাদের জানিয়ে রাখি যে রিলায়েন্স জিও ল্যান্ডলাইন পরিষেবার জন্য একটি নাম্বার দেবে যা ব্যাবহার করে আপনারা কল করতে পারবেন। আর মাই জিও অ্যাপে প্রসেস শেষ হলে আপনারা ল্যান্ডলাইন ডিভাসিএ  RJ11 ফোন কেবেলের মাধ্যমে পোর্ট কানেক্ট করে আপনারা জিও ফাইবার রাউটারে দেওয়া হবে।

আর আপনারা যদি নতুন জিওফাইবার গ্রাহক হন তবে এভাবে জিও হোম ফোন ল্যান্ডলাইন পরিষেবা অ্যাক্টিভেট করুন

যদি আপনি প্রথমবার জিও ফাইবার ব্যাবহার করেন তবে জিও হোম ফোন ল্যান্ডলাইন পরিষেবা অ্যাক্টিভেট করতে চান তবে আপনাদের তার জন্য বেশি কিছু করতে হবে না। গ্রাহকরা জিও ফিক্সড ভয়েস (জিও হোম ফোন ল্যান্ডলাইন পরিষেবা) অ্যাক্টিভটে করার দরকার হবে না কারন এটি প্রথম থেকেই তাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হবে। গ্রাহকদের জিও ফাইবার ইন্সটল করার সময়ে নম্বর দেওয়া হবে।

Digit.in
Logo
Digit.in
Logo