আজকাল কে না চায় টাকা কামাতে ! তবে সেটা যদি ভালো পথে চলে টাকা কামানো যায় বা একটু মাথা লাগিয়ে বুদ্ধির জোরে টাকা পাওয়া যা।. বুদ্ধি খাটিয়ে আপনি ও পেতে পারেন ১ কোটি টাকা।
আজকাল কে না চায় টাকা কামাতে ! তবে সেটা যদি ভালো পথে চলে টাকা কামানো যায় বা একটু মাথা লাগিয়ে বুদ্ধির জোরে টাকা পাওয়া যা।. বুদ্ধি খাটিয়ে আপনি ও পেতে পারেন ১ কোটি টাকা।
বেশি বড় নয়। খুব ছোট একটা কাজ। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেটা করতে পারলেই মিলবে কোটি টাকার পুরস্কার।
জটিল সিকিউরিটি বাগ খুঁজে দিতে হবে। আর সেটা দিতে পারলেই আপনাকে ২ লাখ ডলার পুরস্কার দেবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার উপরে। এর আগে ফেসবুকও এই ধরনের উদ্যোগ নিয়েছিল। এবার অ্যাপল পাঁচটি নির্দিষ্ট ক্যাটেগরিতে বাগ খুঁজে দেওয়ার বিনিময়ে পুরস্কার ঘোষণা করল। তবে সবচেয়ে বেশি পুরস্কারের মূল্য 'সিকিউওর বুট' ক্যাটেগরিতে। এই ক্যাটেগরিতে যে বাগ বা নকশায় ভুল খুঁজে দিতে পারবে, সেই পেয়ে যাবে কোটি টাকা পুরস্কার।