এভাবে পাসপোর্ট রিনিউ করুন…

Updated on 29-May-2019
HIGHLIGHTS

অনলাইনে অ্যাপ্লাই করতে হবে

পাসপোর্ট থাকলে আপনি বিশ্বে ভ্রমনে বেরোতেই পারেন, আর শুধু তাই নয় পাসপোর্ট কিন্তু এর সঙ্গে আপনার দেশের মধ্যেও মানে দেশের অধিবাসী হওয়ার একটি প্রমান পত্র। সাধারনত পাসপোর্ট করার পরে তা দশ বছরের জন্য বৈধ থাকে আর এর পরে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ করতে হয়।

আর আজকে আমরা এখানে আপনাদের বল যে কি করে পাসপোর্ট রিনিউ করা সম্ভব।

কি করে পাসপোর্ট রিনিউ করবেন

  • এর জন্য প্রথমে আপনাদের পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://portal2.passportindia.gov.in/ যেতে হবে।
  • এবার এখানে প্রথমে নিজেকে রেজিস্টার করুন এখানে আপনাদের রেজিস্টার নাও তে ক্লিক করতে হবে।
  • এবার এখানে এর পরে লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েক্ট করতে হবে,
  • এবার নিজের অ্যাকাউন্ট অফিসিয়াল ইমেলে পাঠানো মেলের লিঙ্কে ক্লিক করতে হবে আর অ্যাক্টিভেট করতে হবে।
  • এবার পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে অনলাইন পোর্টালে আরও একবার যেতে হবে আর সেখানে নিজের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • আর এবার আপনাদের অ্যাপালি ফর ফ্রেশ পাসপোর্ট বা রিনিউতে ক্লিক করতে হবে।
  • এবার আপনারা পাসপোর্ট রিনিউয়াল ফর্ম ফিল করতে হবে।
  • আর এবার দরকারি ডিটেলস এখানে দিতে হবে।আর দরকারি ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আর এবার শিডিউইল অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে আর এবার আপনাএর অ্যাপয়েন্ট হবে।
  • আর এবার নিজের কাছাকাছি পাসপোর্ট কেন্দ্র বাছতে হবে আর সেখাএন একটি স্লট বুক করতে হবে।
  • আর এবার প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপটে ক্লি করে এটি প্রিন্ট করতে হবে আর এখানে আপনি আপনারা ARN নাম্বার পাবেন।
  • আর এবার সবার শেষে আপনাকে পাসপোর্ট কেন্দ্রে গিয়ে দারকারি ডিটেল দিয়ে নিজের পাসপোর্ট রিনিউ করাতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :