এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম। এর জন্য ফোন বদলাতে হবে না। জেনে নিন, কী ভাবে 3G ফোনে জিও 4G সিম ব্যবহার করা যাবে।
রিলায়েন্স জিও ভারতীয় মোবাইল দুনিয়ায় অত্যন্ত সস্তার পরিষেবা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে। জিও 4G পরিষেবা দিচ্ছে। অনেকেই রয়েছেন, যাঁরা জিও সিম ব্যবহার করতে চান, কিন্তু নিজের মোবাইলটি 3G হওয়ার কারণে তা করতে পারছেন না। আর চিন্তা নেই। এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম। এর জন্য ফোন বদলাতে হবে না। জেনে নিন, কী ভাবে 3G ফোনে জিও 4G সিম ব্যবহার করা যাবে।
৪. ফোন অফ করে দিন। এ বার 3G সিমটি বার করে নিয়ে প্রি অ্যাক্টিভেটেড জিও ফোর জি সিম ভরুন।
মনে রাখবেন, ডুয়াল সিম ফোন হলেও এই অবস্থায় ফোনে একটির বেশি সিম কার্ড ভরবেন না।
৫. ফোন অন করে একটু অপেক্ষা করুন। নেটওয়ার্ক আসতে সামান্য সময় লাগতে পারে। প্রয়োজন হলে সিম কার্ডটি এক বার অফ করে অন করে নিতে পারেন। এ বার ওয়াই ফাই অফ করে সেলুলার ডেটা অন করুন।
৬. সেটিংগস-এ যান। সেলুলার নেটওয়ার্ক খুলুন। এপিএন (অ্যাকসেস পয়েন্ট নেমস) সিলেক্ট করুন। ডুয়াল সিম ফোন হলে দেখবেন , দুটি নেটওয়ার্কের জন্য দুটি আলাদা অপশন রয়েছে। যে কোনও একটি সিলেক্ট করুন। একেবারে উপর দিকেই থাকবে নেম এবং এপিএন অপশন দুটি। এপিএন সিলেক্ট করে নাম বসান জিওনেট jionet. এর পর নেম-এর জায়গাটি এডিট করে লিখুন জিও (jio). ওকে করে দিন। এ বার দেখবেন, আপনার থ্রি জি মোবাইলে ফোর জি নেটওয়ার্ক এসে গিয়েছে।