এই উপায় দ্বারা ব্যবহার করুন 3G মোবাইলে জিও-র 4G সিম

Updated on 25-Jan-2017
HIGHLIGHTS

এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম। এর জন্য ফোন বদলাতে হবে না। জেনে নিন, কী ভাবে 3G ফোনে জিও 4G সিম ব্যবহার করা যাবে।

রিলায়েন্স জিও ভারতীয় মোবাইল দুনিয়ায় অত্যন্ত সস্তার পরিষেবা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে। জিও 4G পরিষেবা দিচ্ছে। অনেকেই রয়েছেন, যাঁরা জিও সিম ব্যবহার করতে চান, কিন্তু নিজের মোবাইলটি 3G হওয়ার কারণে তা করতে পারছেন না। আর চিন্তা নেই। এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম। এর জন্য ফোন বদলাতে হবে না। জেনে নিন, কী ভাবে 3G ফোনে জিও 4G সিম ব্যবহার করা যাবে।

আরও দেখুন : ব্ল্যাকবেরি'র DTEK50 2016 ক্যামেরা 13 মেগাপিক্সেল এর সঙ্গে লঞ্চ

১ প্রথমে গুগল প্লে স্টোরে যান।  সার্চ করুন Xorware 2G/3G/4G Interface. অ্যাপটিকে ইনস্টল করুন।

২. এই অ্যাপটি একক ভাবে কাজ করবে না। এটিকে কার্যকর করার জন্য লাগবে Xorware 2G/3G/4G Switcher. এই অ্যাপটিও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করুন।

৩. ইন্টারফেস অ্যাপটি ওপেন করুন।  2G নেটওয়ার্ক মোড এবং থ্রি জি নেটওয়ার্ক মোড সেকশন দুটিতে ফোর জি এলটিই (4G LTE) অপশনটি সিলেক্ট করুন। অ্যাপ্লাই করুন।

৪. ফোন অফ করে দিন। এ বার 3G সিমটি বার করে নিয়ে প্রি অ্যাক্টিভেটেড জিও ফোর জি সিম ভরুন।

মনে রাখবেন, ডুয়াল সিম ফোন হলেও এই অবস্থায় ফোনে একটির বেশি সিম কার্ড ভরবেন না।

৫. ফোন অন করে একটু অপেক্ষা করুন। নেটওয়ার্ক আসতে সামান্য সময় লাগতে পারে। প্রয়োজন হলে সিম কার্ডটি এক বার অফ করে অন করে নিতে পারেন। এ বার ওয়াই ফাই অফ করে সেলুলার ডেটা অন করুন।

৬. সেটিংগস-এ যান। সেলুলার নেটওয়ার্ক খুলুন। এপিএন (অ্যাকসেস পয়েন্ট নেমস) সিলেক্ট করুন। ডুয়াল সিম ফোন হলে দেখবেন , দুটি নেটওয়ার্কের জন্য দুটি আলাদা অপশন রয়েছে। যে কোনও একটি সিলেক্ট করুন। একেবারে উপর দিকেই থাকবে নেম এবং এপিএন অপশন দুটি। এপিএন সিলেক্ট করে নাম বসান জিওনেট jionet. এর পর নেম-এর জায়গাটি এডিট করে লিখুন জিও (jio). ওকে করে দিন। এ বার দেখবেন, আপনার থ্রি জি মোবাইলে ফোর জি নেটওয়ার্ক এসে গিয়েছে।

আরও দেখুন : ২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1, MWC 2017 তে হতে পারে লঞ্চ

আরও দেখুন : তাহলে কি এইটা রিলায়েন্স জিও’র 1500 টাকার VoLTE ফিচর ফোন?

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :