Unique Identification Authority of India বা UIDAI এর তরফে একটি নতুন বসবাসকারী ফ্রেন্ডলি সুবিধা নিয়ে এসেছে। এটার সাহায্যে আধার কার্ডে (Aadhaar card) অ্যাড্রেস আপডেট করা যাবে। তবে সেই অ্যাড্রেস আপডেট করার জন্য বাড়ির প্রধানের অনুমতি লাগবে। এটার ফলে কী হবে? ধরা যাক আপনার কাছে নিজের কোনও প্রমাণ পত্র নেই, তখন আপনার বাড়ির বা আত্মীয়ের সাহায্য নিয়ে আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন।
যে কোনও ভারতীয় নাগরিক এটার জন্য আবেদন করতে পারবেন যাঁদের বয়স 18 বছরের বেশি। তিনি তাঁর বাড়ির ঠিকানা পরিবার বা আত্মীয়দের দিয়ে পরিবারের মাথা হতে পারেন। এছাড়া এটার সঙ্গে ঠিকানার প্রমাণ পত্র হিসেবে সেই সব আইডি প্রুফ ব্যবহার করা যাবে যা UIDAI মনোনীত। এটা ব্যবহার করে অ্যাড্রেস আপডেট করা যাবে।
এই আপডেট তখনই সম্পন্ন হবে যখন কেউ তাঁর সম্পর্কের নথি, যেমন রেশন কার্ড, মার্কশিট, বিয়ের সার্টিফিকেট, পাসপোর্ট, ইত্যাদি দেখাতে পারবেন। এই নথিগুলোর একটার সঙ্গে যিনি আবেদন করছেন তাঁর নাম, পরিবারের মাথার নাম, তাঁদের সম্পর্ক দিতে হবে। এটার পর পরিবারের যিনি হেড তিনি এটাকে অথেনটিকেট করবেন একটি OTP এর মাধ্যমে। আবেদনকারী এবং বাড়ির কর্তার মধ্যে কী সম্পর্কে সেটা দেখানোর জন্য যদি কোনও নথি না থাকে তাহলে UIDAI এর তরফে জানানো হয়েছে যে তাহলে বাড়ির কর্তাকে একটি সেলফ ডিক্লারেশন লেটার জমা দিতে হবে। এবং সেই চিঠিটিকে অবশ্যই UIDAI দ্বারা মনোনীত পদ্ধতি লিখেই জমা দিতে হবে।
সবার আগে My Aadhaar পোর্টালে যান।
সেখানে গিয়ে দেখুন আপডেট আধার বলে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
এবার যিনি বাড়ির কর্তা বা মাথা হিসেবে অ্যাপ্লাই করছেন তাঁকে তাঁর আধার নম্বর দিতে হবে। একই সঙ্গে তাঁর আধার সংক্রান্ত যা যা তথ্য চাওয়া হবে সেগুলো সব দিতে হবে।
এবার আপনাদের সম্পর্কের প্রমাণ পত্র হিসেবে একটি ডকুমেন্ট জমা দিন। এটা তখনই করবেন যখন বাড়ির কর্তার আধার নম্বর ভ্যালিডেট করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
এবার আপনাকে একটা সার্ভিস রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে। তার আগে 50 টাকা জমা করতে হবে। সেটা ঠিকঠাক ভাবে জমা হয়ে গেলে বাড়ির কর্তার কাছে একটি মেসেজের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে অ্যাড্রেস রিকোয়েস্টের।
এবার বাড়ির কর্তা সেই রিকোয়েস্ট মনোনীত করে দিলেই হবে। তবে এই নোটিফিকেশন পাওয়ার 30দিনের মধ্যেই তাঁকে সেটা অ্যাপ্রুভ করতে হবে।
আমাদের মধ্যে অনেককেই পড়াশোনা, কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। সেখানে আমাদের কোনও ঠিকানার প্রমাণ পত্র থাকে না। সেক্ষেত্রে এটা ভীষণই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তখন এভাবে আধার কার্ড আপডেট করিয়ে নিলেই হবে।