জানেন, ফোনের ব্যাটারি কীভাবে বিস্ফোরণের হাত থেকে বাঁচাবেন?
জানেন, কীভাবে আপনার ফোনের ব্যাটারিকে বিস্ফোরণ হওয়া থেকে বাঁচাবেন? এই প্রতিবেদনে রইল কিছু সেই সংক্রান্ত কিছু পরামর্শ৷
আজকাল খবরের কাগজ খুললে মাঝে মধ্যেই ফোনের ব্যাটারি ফেটে বিস্ফোরণের ঘটনা চোখে পড়ে৷ স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাও দিনে দিনে বাড়ছে৷ অনেকেই মোবাইল চার্জে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকেন৷ খবরের কাগজের ঘটনাগুলি পড়েও হয়তো তাঁদের টনক নড়ে না৷ কিন্তু প্রাণের চেয়ে মোবাইলে কথা বলার মূল্য তো কখনওই বেশি হতে পারে না৷ আর ঠিক সেই কারণেই স্মার্টফোন ব্যবহারকারীদের অনেক বেশি সতর্ক থাকা উচিত৷ যাতে কোনওভাবেই কথা বলার সময় তাঁদের এমন বিস্ফোরণের সম্মুখীন না হতে হয়৷
আরও দেখুন: এবার হোয়াটসঅ্যাপ পড়ে দেবে আপনার মেসেজ!
জানেন, কীভাবে আপনার ফোনের ব্যাটারিকে বিস্ফোরণ হওয়া থেকে বাঁচাবেন? এই প্রতিবেদনে রইল কিছু সেই সংক্রান্ত কিছু পরামর্শ৷
মোবাইল চার্জের জন্য ভাল ব্র্যান্ডের অথবা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন৷ লোকাল চার্জার বিপদ ডেকে আনতে পারে৷ হাজার খানেক টাকা বাঁচাতে গিয়ে কিন্তু পকেট থেকে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যেতে পারে৷ যা কখনওই কাম্য নয়৷
অনেকেই ঘুমোতে যাওয়ার আগে মোবাইল চার্জে বসিয়ে দেন৷ সকালে চার্জার থেকে মোবাইল খোলেন৷ এই বিষয়টি বেশ বিপজ্জনক৷ অতিরিক্ত চার্জ দেওয়া মোবাইলের পক্ষে কিন্তু ক্ষতিকর৷ তাই সারা রাত মোবাইল চার্জ করার অভ্যেস থাকলে সেই অভ্যেস এখনই পাল্টে ফেলুন৷
সস্তার লোকাল পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেন? ব্যাটারি ফাটার হাত থেকে ফোনকে রক্ষা করতে হলে আর তা ব্যবহার করবেন না৷ কারণ পাওয়ার ব্যাঙ্কও মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে৷ ঘটাতে পারে বিস্ফোরণ৷
দীর্ঘ সময় ধরে ফোনকে রোদে ফেলে রাখবেন না৷ এতে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ বিশেষ করে ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে রোদে মোবাইল ফেলে রাখা খুবই বিপজ্জনক৷
প্রায় সারা দিনই ফোনে কথা বলতে হয়? দিনে কমপক্ষে দু-তিনবার মোবাইল চার্জ করতে হয়? তাহলে অবশ্যই ফোনে ভাল কভার ব্যবহার করুন৷ এতে ফোন ভাল থাকে৷
আরও দেখুন: স্যামসাং গ্যালাক্সি ট্যাব A 10.1 লঞ্চ, 3GB র্যাম দিয়ে সজ্জিত
আরও দেখুন: রিলায়েন্স জিও কে টেক্কা দিতে BSNL মাত্র 83 পৈসা তে দেবে 1GB ডাটা
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile