রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন যে, তাঁদের জিও সার্ভিস ৫ সেপ্টেম্বর থেকে বিনামূল্যে পাওয়া যাবে। বিনামূল্যে এই সার্ভিস ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
ডেটা প্যাকে অসম্ভব অফার দিয়ে আলোড়ন ফেলে দিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও শুধুমাত্র 4G সার্ভিসই সাপোর্ট করছে না। পাশাপাশি অন্যান্য সার্ভিস প্রোভাইডরদের তুলনায় সমস্ত ট্যারিফের রেট কমিয়ে দিয়েছে। বিনামূল্যে ভয়েস কলিংও করা যাচ্ছে। তাই অনেকেই রিলায়েন্সের জিও সিম কিনতে চাইছেন।
জানুন কবে থেকে আর কীভাবে এই সিম পাবেন- রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন যে, তাঁদের জিও সার্ভিস ৫ সেপ্টেম্বর থেকে বিনামূল্যে পাওয়া যাবে। বিনামূল্যে এই সার্ভিস ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।
জিও সিম পাওয়ার জন্য সবথেকে ভালো উপায় হল Lfy ব্র্যান্ডের যে কোনও হ্যান্ডসেট কিনে নিন। তাহলে আর আপনাকে নতুন স্মার্টফোন কিনতে হবে না বা সিম পরিবর্তন করার প্রয়োজন হবে না। এছাড়াও, কাস্টোমার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে বৈধ পরিচয় পত্রের সঙ্গে দুটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিয়ে এই সিম পেতে পারেন। আধার কার্ডের মাধ্যমেও পেতে পারেন।