আপনার মাইক্রোওয়েভ কী কেনার পর থেকে একদমই পরিষ্কার করেননি আর? বা শেষ যবে পরিষ্কার করেছিলেন তারপর অনেকদিন কেটে গিয়েছে, আবারও নোংরা হয়েছে এই যন্ত্র? তাহলে এখনই সেটা পরিষ্কার করুন। মনে রাখবেন নোংরা মাইক্রোওয়েভ রান্নাঘরের শোভা নষ্ট তো করেই, সঙ্গে বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তারের মধ্যে ময়লা লেগে থাকলে দ্রুত পরিষ্কার করুন। কারণ এখন থেকেই বিদ্যুৎ যায়, ফলে যে কোনও সময় অঘটন ঘটে যেতে পারে। এছাড়া যেহেতু মাইক্রোওয়েভের সমস্ত পার্টস খোলা যায় সেহেতু এটা পরিষ্কার করা তেমন কোনও ঝক্কির বিষয় নয়। কী করে পরিষ্কার করবেন ভাবছেন মাইক্রোওয়েভ? দেখুন।
ভিনিগার আর জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটা দিয়ে মাইক্রোওয়েভ মুছে নিন ভালো করে, এতে মাইক্রোওয়েভের মধ্যে সমস্ত দাগ দূর হবে। এছাড়া মাইক্রোওয়েভে ব্যবহৃত হয় এমন বাটিতে জল আর ভিনিগার মিশিয়ে সেটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে হাই মোডে পাঁচ মিনিটে রেখে দিন। এতে ভিতরে জমাট বেঁধে থাকা ময়লা নরম হবে। এরপর পাত্রটি বের পেপার টাওয়েল দিয়ে মুছে নিন।
এটা পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আর জলের মিশ্রণ বানিয়ে সেটা দাগের উপর লাগান। মিনিট পাঁচেক রেখে মুছে নিন। তাহলে উঠে যাবে দাগ।
পেপার টাওয়েল ভিজিয়ে নিয়েও মাইক্রোওয়েভ মুছে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন মোছার আগে টাওয়েলের সমস্ত জল নিংড়ে নেবেন। তারপর সেটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে মিনিট পাঁচেক হাই মোডে রাখুন। তারপর বের করে ভালো করে মুছে নিন মাইক্রোওয়েভ।
পাতিলেবু এবং নুন ময়লা তুলতে ভীষণ সাহায্য করে থাকে। একটি পাতিলেবু অর্ধেক করে কেটে নিন। এবার কাটা অংশ নুন মাখে মাইক্রোওয়েভের ভিতর বাইরে ভালো করে ঘষুন। তারপর কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।
মাইক্রোওয়েভে দেওয়া যাবে এমন একটা বাটিতে হালকা গরম জলে কয়েক ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে সেটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিন। এবার এক মিনিট সেটা গরম করুন। এবার ওটাকে বের করে একটা ভিজে কাপড় দিয়ে মাইক্রোওয়েভ মুছে নিন।
একটা বাটিতে লেবুর রস, বেকিং সোডা এবং জল মেশান। তারপর কাপড় ভিজিয়ে সেটা দিয়ে মাইক্রোওয়েভ মুছে নিলেই হবে।