কি করে অ্যান্ড্রয়েড ফোনে চেক করে সফটোয়্যার আর অ্যাপ আপডেট পাবেন

কি করে অ্যান্ড্রয়েড ফোনে চেক করে সফটোয়্যার আর অ্যাপ আপডেট পাবেন
HIGHLIGHTS

ফোনের সেটিংসে গিয়ে দেখতে হবে

তবে অনেক ফোনেই আলাদা সিস্টেম থাকে

আপনাদের জানিয়ে রাখি যে অ্যান্ড্রয়েড ফোনে আপডেট করা একটু মুস্কিল, আর এটি একটু বিরক্তিকর অভিজ্ঞতা যাতে আপনারা অনেক সময়েই নিজদের ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। তবে এটি ফোনের ওপর নির্ভর করে যে ফোনটি আপনি ব্যাবহার করেন তার ওপরেই এই বিষয়টি নির্ভর করে। অনেক সময় এমন হয় যে যখন কোন অ্যান্ড্রয়েড আপডেট আসে তখন তা এই ডিভাইসে আসেনা প্রথমে অনেক মোবাইল ফোনে আসে আর এর পরে হয়ত আপনার ডিভাইসেই এল না। আর আপনাদের লোকেশানের ওপর তা নির্ভর করে যে আসলে কি করে আপনারা তা করতে পারবেন। আর এই প্রসেস অনেক সময়ে দীর্ঘমেয়াদী হয় আর এর আম্নে এই যে অনেক সময়ে আপডেট ফোনে আসতে সপ্তাহ খানেক সময় লেগে যায়।

অনেক সময়ে এমন হয়ে থাকে যে আপ্নারা তা আলাদা আলাদা ভাবে চেক করতে পারবেন কিন্তি আমরা আপনাদ্র OnePlus য়ের একটি ফোনের বিষয়ে বলব যে আপনারা কি করে সফটোয়্যার আপডেট করতে পারবেন।

কি করে অ্যান্ড্রয়েড সফটোয়্যার আপডেট করবেন

  • এর জন্য নিজের ফোনে সেটিংস ওপেন করুন সবার আগে।
  • আর এবার নিজের সিস্টেমের মেনু তে জান, কোন ফোনে এই সিস্টেম আপডেট থাকে।
  • আর এবার নিজের সিস্টেমে আপডেটে ক্লিক করতে হবে।
  • আর এবার দেখতে পারবেন যে এখানে আপনার জন্য কোন নতুন আপডেট এসেছে কিনা।

আর আমরা আপনাদের এর আগেই বলেছি যে আলাদা আলাদা কোম্পানির ফোনে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে যাতে দেখতে আলাদা লাগে। আর কোন কোম্পানিই চাইবেন না যে তাদের ফোন অন্য কোম্পানির ফোনের মতন দেখতে ফোন। আর এই জন্য আলাদা আলাদা অপশান থাকে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo