হারিয়ে যাওয়া Debit কার্ড বা ATM কার্ড এবার নিজেরাই ব্লক করুন

হারিয়ে যাওয়া Debit কার্ড বা ATM কার্ড এবার নিজেরাই ব্লক করুন
HIGHLIGHTS

ব্যাঙ্ক থেক কাস্টমার সার্ভিসের মাধ্যমে ব্লক করা যাবে

আর নিজেই অনলাইনে কার্ড ব্লক করতে পারবেন

সবারই ডেবিট কার্ড একটি অত্যন্ত দরকারি জিনিস আর এই জন্য এটি ভাল করে রাখতে হয়। যাতে এটি হারিয়ে না যায়, তাও যদি আপনার ডেবিট কার্ড হারিয়ে যায় তবে তা বড় দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়। আর যদি কার্ড হারিয়ে যায় তবে এটা খেয়াল রাখতে হবে যে সেই কার্ডের যেন ভুল ব্যাবহার না হয়।

আর এই সময়ে প্রথম কাজ হল কার্ড ব্লক করা, কিন্তু কার্ড কি করে ব্লক করবেন? আপনারা যদি ব্যাঙ্কের কাছে যান তবে ব্যাঙ্ক আপনাদের কাস্টমার সার্ভিস নাম্বারে কল করতে বলবে আর সেখান থেকে কার্ড ব্লক করতে বলবে। আর এর মধ্যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, নাম, ঠিকানা আর বাকি দরকারি জিনিস দিতে হবে। আর এর সঙ্গে আপনাদের আরও কিছু ডিটেল দিতে হতে পারে যেমন কি করে আপনার কার্ড হারিয়ে গেছে।

আর এসবের পরে হয়ত আপনার কার্ড ব্লক করা হবে আর আজকে আমরা এই রকম প্রিস্থিতে সহজে কি করে কার্ড বল্ক করতে পারবেন সেই বিষয়ে আপনাদের বলব।

কি করে ডেবিট কার্ড ব্লক করবেন

  • নিজের ইউজার নেম আর পাসওয়ার্ডের সঙ্গে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করুন
  • ATM Card Services সিলেক্ট করুন
  • E-Services য়ে গিয়ে ATM কার্ড লিঙ্কে যেতে হবে
  • যে অ্যাকাউন্টের ATM/Debit Card বন্ধ করতে চান তা সিলেক্ট করুন
  • এখানে সব অ্যাক্টিভ আর ব্লক কার্ড দেখতে পারবনে আর এখানে নিজের কার্ড প্রথমে আর শেষ 4 টি সংখ্যা দিতে হবে
  • আর এবার যে কার্ড ব্লক করতে চান, তা সিলেক্ট ক্রিন আর সাবমিটে ক্লিক করুন
  • ডিটেল আর ভেরিয়েফিকেশান দিন
  • অথেন্টিকেশান মোড সিলেক্ট করুন সেখানে SMS OTP বা প্রোফাইল পাসওয়ার্ড দিন
  • আর পরের স্রকিনে সেখানে OTP/Profile password দিন
  • এবার কনফার্মে ক্লিক করুন
  • আর এয়াব্র কার্ড ব্লক হওয়ার পরে আপনার কাছে একটি সাকসেস মেসেজ আসবে
  • আর এই মেসেজে আপনারা একটি Ticket Number  পাবেন তা আপনারা কাজে আসবে, এটি সেভ করে রাখুন
  • আর এবার Ticket Number নিজের ব্যাঙ্ক গিয়ে দিয়ে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করুন

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo