পৃথিবীতে এমন একজন মানুষকেও বোধহয় পাওয়া যাবে না যিনি Spam Call পছন্দ করেন! আর তাই তো আজকের এই প্রতিবেদন। দেখুন মূলত তিনটি কারণে স্প্যাম কল আসে। আর এই তিনটি কারণ হল, টেলিমার্কেটিং কল (Telemarketing Calls), রোবো কল (Robo Calls) এবং স্ক্যাম কল (Scam Call)। এই ফোনগুলো ভীষণই বিরক্তিকর হয়ে থাকে, একই সঙ্গে কখনও ভয়ানক হতে পারে। আর এই ধরনের স্প্যাম কল ইদানিংকালে মূলত, করোনা হওয়ার পর আরও যেন বেড়ে গিয়েছে। তাই আপনি যদি এই স্প্যাম কল থেকে মুক্তি পেতে চান তার জন্য কিন্তু একটি পাকাপাকি উপায় আছে। জানতেন না? তাহলে আসুন দেখে নিন সেটা কী।
Google এর তরফে দুটি ফিচার দেওয়া হয়ে থাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের এই স্প্যাম কল থেকে বাঁচার জন্য। এই ফিচার দুটি হল কলার আইডি এবং স্প্যাম প্রটেকশন। সাধারণত এই ফিচার দুটি এমনই অ্যান্ড্রয়েড ফোনে অন থাকে, কিন্তু চাইলে ফোন ব্যবহারকারীরা এটিকে বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি না জানেন কীভাবে এই ফিচার কাজ করে তাহলে দেখে নিন ধাপে ধাপে এটা ব্যবহার করার পদ্ধতি। দেখে নিন কীভাবে কলার আইডি এবং স্প্যাম প্রটেকশন ফিচার এবং ব্লক স্প্যাম কল অন করবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।
প্রথমে আপনার ফোনে ফোন অ্যাপটিকে খুলুন।
এরপর more অপশন যেটি রয়েছে সেটিকে ক্লিক করুন।
তারপর সেটিংস বাটনে ক্লিক করুন।
এরপর দেখুন ওখানে যে স্প্যাম এবং কল স্ক্রিন অপশন আছে সেটাকে ক্লিক করুন।
তারপর দেখুন ওখানে সি কলার এবং স্প্যাম আইডি অপশন আছে। ওটা বন্ধ থাকলে অন করে দিন।
যদি এই অপশন আপনার জন্য কাজ না করে তাহলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্প্যাম কলকে চিহ্নিত এবং ব্লক করতে পারে আলাদা ভাবেও। দেখে নিন ম্যানুয়ালি কীভাবে সেটা করবেন।
প্রথমে আপনার ফোনের ফোন অ্যাপে যান।
সেখানে গিয়ে রিসেন্ট ট্যাবে ক্লিক করুন।
এবার যে নম্বরটিকে আপনি স্প্যাম হিসেবে মার্ক করতে চান সেটাকে ক্লিক করুন।
এরপর ব্লক বা রিপোর্ট স্প্যাম অপশনে ক্লিক করে দিন।