Driving Licence পেতে চান? অনলাইনে কীভাবে এটার জন্য আবেদন করবেন জানেন? দেখুন

Driving Licence পেতে চান? অনলাইনে কীভাবে এটার জন্য আবেদন করবেন জানেন? দেখুন
HIGHLIGHTS

আপনার বয়স 16 হয়ে গিয়েছে? গাড়ি চালানো শিখতে চান ?

সর্বাগ্রে পরিবার এবং অভিভাবকদের অনুমতি নিন

তারপর গাড়ি চালানো শেখার লাইসেন্সের জন্য আবেদন করুন অনলাইনে

গাড়ি কীভাবে চালাতে হয় সেটা শেখা হয়ে গিয়েছে? দুই অথবা চার চাকা চালাতে সিদ্ধহস্ত হয়ে গিয়েছেন? এবার চাইছেন লাইসেন্সের (Driving licence) জন্য অ্যাপ্লাই করতে? ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (RTO) গিয়ে সহজেই আবেদন জানাতে পারেন। কিন্তু যদি আপনি এই ঝক্কি না পোহাতে চান তাহলে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। 

16 বছর বয়সী বা তার বেশি বয়সের কেউ অভিভাবকের অনুমতি নিয়ে ভারতীয় নিয়ম অনুযায়ী দুই অথবা চার চাকা চালানোর প্র্যাকটিস করার জন্য লাইসেন্সের আবেদন করতে পারবেন এবার। আর যেই 18বছর বয়স হয়ে যাবে তখন স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করা যাবে, আপনি যদি গাড়ি চালানো প্র্যাকটিস করার জন্য লাইসেন্স চান অথবা স্থায়ী লাইসেন্স দুটোর জন্যই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে প্রথমটি, অর্থাৎ প্র্যাকটিস করার জন্য যে লাইসেন্স সেটা পাওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়াটি পুরোটাই অনলাইনে করা যায়। আর যদি স্থায়ী লাইসেন্স চান তাহলে আপনাকে ট্রান্সপোর্ট অফিসে যেতে হবে এবং সেখানে হয়ে ড্রাইভিং পরীক্ষায় পাশ করতে হবে।

Driving licence

স্থায়ী লাইসেন্সের জন্য কীভাবে আবেদন করবেন জানেন? দেখুন। 

1. সবার আগে আপনাকে যেতে হবে সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে যেতে হবে। (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/state selection.do)
2.  এরপর এখানে গিয়ে আপনার রাজ্যের নাম বেছে নিন। 
3. তারপর সেখানে যে apply for driving licence অপশন আছে সেটাকে বেছে নিন। 
4. এরপর দিয়ে দিন নিজের আধার নম্বর। এবার লগইন করুন। 
5. এবার সেখানে আপনার কাছ থেকে যা যা তথ্য জানতে চাওয়া হয়েছে সব দিয়ে দিন। 
6. সমস্ত নথির স্ক্যান্ড কপি আপলোড করুন। 
7. জমা দিন আবেদন মূল্য। 
8. এরপর স্লট বুক করুন গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার জন্য। 
9. এবার যেদিন আপনার ডেট পড়বে সেদিন গিয়ে পরীক্ষা দিয়ে আসুন। 
10. আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন তাহলে বাড়িতে লাইসেন্স পাঠিয়ে দেওয়া হবে সরকারের তরফে। 
11. আর আপনি যদি পাশ ন করেন পরের বার আবেদন করার জন্য 50 টাকা বেশি দিতে হবে। 

Driving Licence

আর আপনি যদি কীভাবে প্র্যাকটিস করার লাইন্সেস পেতে হবে সেটা জানতে চান তাহলে দেখে নিন কীভাবে আবেদন করবেন। 

1.সবার আগে আপনাকে যেতে হবে সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে যেতে হবে। (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/state selection.do)
2. এরপর এখানে গিয়ে আপনার রাজ্যের নাম বেছে নিন। 
3. তারপর সেখানে যে apply for driving licence অপশন আছে সেটাকে বেছে নিন। 
4. এরপর দিয়ে দিন নিজের আধার নম্বর। এবার লগইন করুন। সঙ্গে বাছুন আপনি বাড়ি থেকে পরীক্ষা দিতে চান কিংবা কোনও নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে। 
5. এরপর বেছে নিন নো ড্রাইভিং লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া অপশন। 
6. সাবমিট অপশন ক্লিক করুন এবার। 
7. এবার আধার এবং মোবাইল নম্বর দিন এবং বং জেনারেট ওটিপি অপশন ক্লিক করুন। 
8. ওটিপি এলে সেটা দিয়ে দিন। 
9. কীভাবে আবেদন মূল্য জমা করবেন সেটা বেছে নিন। 
10. এরপর আপনাকে দেখতে হবে 10 মিনিটের একটা ভিডিও যার শেষে আরও একটি ওটিপি আসবে। 
11. এবার সেই ওটিপি সাবমিট করে ক্যামেরা আপনার দিকে ঘুরিয়ে দিন। তারপর দিতে শুরু করুন পরীক্ষা। 10টা প্রশ্নের মধ্যে 6 টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলেই পাশ করে যাবেন। 
12. আর আপনি এই পরীক্ষায় পাশ করতে পারলে পিডিএফ আকারে পেয়ে যাবেন আপনার গাড়ি চালানো প্র্যাকটিস করার লাইসেন্স।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo