Honda আনতে চলেছে প্রথম E-Scooter EM1e, আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে থাকবে না প্যাডেল

Updated on 15-Nov-2022
HIGHLIGHTS

Honda EM1e স্কুটারের পর্দা উন্মোচন করা হল

যদিও এটিকে স্কুটার বলা হচ্ছে, তবে এটি আদতে একটি প্যাডেলবিহীন মোপেড

এই ইলেকট্রিক স্কুটারে থাকছে আকর্ষণীয় ডিজাইন

EICMA 2022 অনুষ্ঠানে Honda এর তরফে তাদের অল ইলেকট্রিক EM1e স্কুটারটির পর্দা উন্মোচন করা হয়। এই ইলেকট্রিক স্কুটার আগামী বছর 2023 সালে বাজারে লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে এই ইলেকট্রিক স্কুটারটিকে মূলত ইউরোপিয়ান বাজারে বিক্রি করা হবে। জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা, Honda এর এটি প্রথম ইলেকট্রিক স্কুটার। এই সংস্থাও এবার ধীরে ধীরে ইলেকট্রিক বিভাগে সরে আসতে চাইছে, মূলত দুই চাকার ইলেকট্রিক গাড়ি বিভাগে। জানা গিয়েছে হোন্ডা ঝাকুনি কোম্পানি আগামী 2025 এর মধ্যে নাকি বাজারে 10টি দু চাকার ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। 

তবে এই ইলেকট্রিক স্কুটারটিকে যতই EM নাম দেওয়া হোক না কেন এটি আদতে একটি ইলেকট্রিক মোপেড। তবে এটি প্যাডেলবিহীন ইলেকট্রিক মোপেড, কারণ এই Honda EM1e ইলেকট্রিক স্কুটারে কোনও প্যাডেল নেই। Honda চেয়েছিল তাদের এই প্রথম ইলেকট্রিক টু হুইলারটিকে একদম নতুন ধরনের ডিজাইন দিতে, একই সঙ্গে এটাকে আকর্ষণীয় করে তুলতে চেয়েছিল। আর এই ডিজাইন বদলাতে গিয়েই ওভারবোর্ডে যাওয়ার চেষ্টা করেনি, বরং প্রয়োজনীয় এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজাইন করেছে। ছোট শহরে যাতে এই ইলেকট্রিক স্কুটারে করে সহজে যাতায়াত করা যায়, সেই কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই স্কুটারটিকে। 

এই ইলেকট্রিক স্কুটারে, গ্রাহকরা পেয়ে যাবেন মসৃণ স্টাইলের ফ্ল্যাট ফ্লোর। এই স্কুটারের হেডল্যাম্পের সামনের অ্যাপ্রণটিতে দেওয়া হয়েছে। ইন্ডিকেটরগুলো লাগানো হয়েছে হ্যান্ডেলের অংশে। এছাড়া এই গাড়িতে গ্রাহকরা পেয়ে যাবে একটা বড় luggage rack। এই luggage rack রাখা হয়েছে পিছনের চাকায়। এই স্কুটারের দুটি চাকায় দুই রকমের টায়ার ব্যবহার করা হয়েছে, সামনের চাকায় দেওয়া হয়েছে 12 ইঞ্চির চাকা, অন্যদিকে পিছনের দিকের চাকায় দেওয়া হয়েছে 10 ইঞ্চির চাকা। এছাড়া এই স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ব্রেক আর পিছনে আছে টেলিস্কোপিক ফর্ক। অল LED লাইটিং রয়েছে এই স্কুটারে সঙ্গে হাব মাউন্টেড মোটর আছে বলেই মনে করা হচ্ছে এই স্কুটারে। কারণ ছবি দেখে সেটাই মনে হচ্ছে। ইনস্ট্রুমেন্ট কনসোলে রয়েছে সাধারণ LED ইউনিট। 

তবে এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন বা ফিচার কী হবে সেটা নিয়ে Honda এর তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। তাই Honda EM1e ইলেকট্রিক স্কুটারটিকে যথেষ্ট জল্পনা চলছে। এবং যা যা বলা হচ্ছে সবটাই ছবি থেকে তথ্য সংগ্রহ করে। এই স্কুটারে সোয়াপ করা যাবে এমন ব্যাটারি থাকবে নাকি। এই ব্যাটারি প্যাককে সংস্থার তরফে মোবাইল পাওয়ার প্যাক বলা হচ্ছে। এটার সাহায্যে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যাটারি খুলে অন্যত্র গিয়ে চার্জ দেওয়া যাবে। অর্থাৎ সহজে বলতে গেলে, স্কুটার থেকে এই ব্যাটারি খোলা যাবে।

Honda এর তরফে জানানো হয়েছে একবার চাজ দিলে এই স্কুটার 40কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ইউরোপে এই স্কুটার লঞ্চ করা হবে আগামী বছরের গরমে, অর্থাৎ 2023 সালের গরমে। তবে ভারতে এই স্কুটার কবে লঞ্চ করবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :