নস্টালজিয়া উসকে আসতে চলেছে Honda CL500, প্রকাশ্যে এল বাইকের রেট্রো লুক

Updated on 10-Nov-2022
HIGHLIGHTS

Honda CL500 বাইকটির পর্দা উন্মোচন করা হল

এই বাইকে 6-7 দশকের রেট্রো লুক থাকবে

বাইকটি মূলত অফ রোডিংয়ের কথা ভেবে আনা হয়েছে

Honda কোম্পানি সম্প্রতি তাঁদের একটি নতুন স্ক্র্যাম্বলার বাইকের পর্দা উন্মোচন করেছে। এই বাইকটির নাম Honda CL500। 2022 EICMA অনুষ্ঠানে Honda এর তরফে এই বাইকের পর্দা উন্মোচন করা হয়। এই বাইকটির নাম থেকে বোঝা যাচ্ছে এটি একটি 500সিসি বাইক। Honda কোম্পানি এখন এই 500 সিসির বাইক গ্রুপে মোট 4টি বাইক বিক্রি করে থাকে। সেগুলো হল CB500F, CB500R, Rebel 500 এবং CB500X। এবার এই CL500 এই গ্রুপের পঞ্চম সদস্য হিসেবে যোগ দিল। কিন্তু এই বাইক আদৌ ভারতে লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। 

6 বা 7 এর দশকে যে ধরনের CL বাইক দেখা যেত এই নতুন Honda CL500 এর লুক সেই বাইকগুলোর কথা মনে করিয়ে দেবে। এই বাইকটির ওজন বেশ কম, এবং এটি মূলত অফ রোডিংয়ের জন্য আনা হয়েছে। কোম্পানির তরফে এই বাইক আনার মূল উদ্দেশ্য হল অফ রোডিং ডায়নামিক্সে একটি হালকা বাইক আনা। তাই এই বাইক আপনি দু জায়গাতেই সহজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নিত্য জীবনে শহুরে চলাচলের জন্য যেমন এই বাইক ভাল তেমনই অফ রোডিংয়ের জন্য। Honda বর্তমানে এমন একাধিক এক্সেসরিজের দিচ্ছে বাইকের সঙ্গে যা রাইডারের ব্যক্তিত্ব এবং স্টাইলকে আরও বাড়িয়ে দেয়। 

কী কী থাকছে এই বাইকে?

টিবিউলার স্টিল ট্রেলিস স্টাইল মেইন ফ্রেম রয়েছে এই বাইকে। এই বাইকে 41mm টেলিস্কোপিক ফর্ক আছে সামনে, অন্যদিকে পিছনে আছে অ্যাডজাস্টেবল শক, ফলে এই বাইকের সাসপেনশন আপনাকে দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে সাহায্য করবে। এই বাইকে আপনারা সামনে 19 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির চাকা পাবেন। এই চাকায় থাকবে ব্লক প্যাটার্নের টায়ার। ABS মডিউলেশন রয়েছে এই বাইককের সামনের এবং পিছনের ব্রেকে। ফলে এই বাইক নিয়ে আপনি সহজে পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই পেরোতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই। 

790mm এর সিট রয়েছে এই বাইকে যা সহজে অ্যাকসেস করা যাবে। এই বাইকের হ্যান্ডেল একটু উঁচু রাখা হয়েছে, এর ফলে ট্রেল রাইডিংয়ের সময় রাইডারদের সুবিধা হবে। ব্যবহারকারীরা যাতে ফুয়েল ট্যাংকের গ্রিপ পান তার জন্য ট্যাংক প্যাড রয়েছে এই বাইকে। 12 লিটারের একটি ফুয়েল ট্যাংক রয়েছে এই বাইকে। এই বাইকের মাধ্যমে ব্যবহারকারীরা 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে পারবেন বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। 

অল LED লাইট থাকবে এই বাইকে, এছাড়া এই বাইকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নেগেটিভ LED। এমারজেন্সি স্টপ সিগন্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই বাইকে যা রিয়ার ইন্ডিকেটর, হ্যাজার্ড লাইট, হার্ড ব্রেকিং, ইত্যাদি সুবিধা দেবে এই বাইকে। বর্তমানে একাধিক বাইকে এই টেকনোলজি দেখা গিয়েছে।

Connect On :