digit zero1 awards

Honda CB300F-এর উপর দুর্দান্ত ছাড়! 31 ডিসেম্বর পর্যন্ত কতটা দাম কমল বাইকের?

Honda CB300F-এর উপর দুর্দান্ত ছাড়! 31 ডিসেম্বর পর্যন্ত কতটা দাম কমল বাইকের?
HIGHLIGHTS

31 ডিসেম্বর দুর্দান্ত ছাড় Honda CB300F বাইকের উপর

এই বাইকের ডিলাক্স মডেল এখন মিলবে মাত্র 1.76 লাখ টাকায়

ডিলাক্স প্রো মডেলের দাম এখন 1.79 লাখ টাকা

Honda -এর দুর্দান্ত অফার। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানি তাদের Honda CB300F বাইকের উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে। আগে যে বাইক কেনার কথা ভাবলেও দু তিনবার ঢোঁক গিলতেন, এবার সেই বাইক এল সাধ্যের মধ্যে। 50,000 টাকা ছাড় মিলছে এখন এই জাপানি কোম্পানির বাইকটির উপর। ফলে বুঝতেই পারছেন Honda CB300F -এর মতো বাইকের দাম এক বারে 50,000 কমা মানে বিশাল ব্যাপার। আর এই ছাড় উপলব্ধ থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। 

2.26 থেকে 2.29 লাখ টাকা দাম ছিল এই বাইকের যখন এটি প্রথমবার দেশে লঞ্চ করেছিল। এখন সেই বাইকের দাম কমে 1.76 থেকে 1.79 লাখ টাকার মধ্যে। Honda CB300F -এর ডিলাক্স মডেলটির দাম এখন 1.76 লাখ টাকা। অন্যদিকে 1.79 লাখ টাকা হল এই বাইকের ডিলাক্স প্রো মডেলের দাম।এই ছাড় 31 ডিসেম্বর পর্যন্ত উপলব্ধ আছে। তবে মনে রাখবেন বাইকের স্টক ফুরিয়ে গেলে কিন্তু না বাইক পাবেন না ছাড়। 

যেহেতু Honda CB300F বাইকটির দাম অনেকটাই কমে গিয়েছে সেহেতু এই বাইকটি এখন KTM 125 Duke বাইকটিকে জোর টক্কর দেবে কদিন। সেই বাইকের দাম 1.78 লাখ টাকা। এছাড়া Bajaj Dominar 250 কেও এখন Honda -র এই জনপ্রিয় বাইকটি টক্কর দিতে পারে। কারণ সেই বাইকটিরও দাম একই রেঞ্জের। অর্থাৎ 1.75 লাখ টাকা। এগুলো সবই কিন্তু এক্স শোরুম দাম। 

Honda CB300F price cut off

এবার দেখে নেওয়া যাক Honda CB300F বাইকটিতে কী কী পেয়ে যাবেন? 

এই বাইকে আছে 6 স্পিড গিয়ারবক্স, সঙ্গে আছে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচ। এই বাইকে গ্রাহকরা পেয়ে যাবেন ফোর ভালভ, অয়েল কুলড, SOHC ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে 24.1 HP এবং 25.6 Nm টর্ক উৎপন্ন হবে। এছাড়া এখানে আছে ডুয়াল চ্যানেল ABS, স্মার্টফোন কানেকটিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যালয় চাকা, ইত্যাদি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo