হাত মেলালো Harley Davidson-Hero, যৌথ ভাবে আনছে 350, 500সিসির বাইক

Updated on 21-Dec-2022
HIGHLIGHTS

Harley Davidson এবং Hero হাত মেলালো একে অন্যের সঙ্গে

ভারতের বাজারে এই দুই সংস্থা যৌথ ভাবে বাইক আনতে চলেছে

350 এবং 500 সিসির বাইক আনবে তারা

বাইক পছন্দ করেন? নিজের সংগ্রহে বিভিন্ন বাইক রাখা নেশা আপনার? তাহলে আপনার জন্য রইল সুখবর। Harley Davidson এবং Hero হাত মেলালো একে অন্যের সঙ্গে। আর তাদের এই যৌথ উদ্যোগে ভারতে আসতে চলেছে নতুন বাইক। এই দুই কোম্পানি একসঙ্গে 350 এবং 500 সিসির বাইক আনবে বলেই জানা গিয়েছে। Hero MotoCorp -এর সঙ্গে বেশ কয়েক বছর আগেই Harley Davidson হাত মিলিয়েছিল, উদ্দেশ্য ছিল Harley Davidson -এর বাইক বিক্রি করা। এর বিনিময় Hero নানা প্রযুক্তিগত সুবিধা পায় Harley Davidson এর থেকে। এবার তারা নতুন উদ্যোগ নিতে চলেছে। কোয়াটার লিটার অথচ কম দামের মাঝারি ওজনের একটি বাইক আনতে চলেছে বাজারে, এমনটাই জানা গিয়েছে। 

এই বাইক কেমন হবে?

সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু ডিলার সহ বাছাই করা ব্যক্তিদের জন্য Hero MotoCorp কিছু বাইক নিয়ে এসেছেন। এই বাইকগুলোর মধ্যে দুটি ক্রুজার বাইক আছে। কিন্তু সেই বাইকে কোনও ব্র্যান্ডিং দেখা যায়নি যদিও। তবে মজার কথা হল এই বাইকটিকে অনেকটাই Harley Davidson -এর মতো দেখতে। সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া এক বাইক নিয়ে সেটা জানতে চাওয়া হয়েছে কোম্পানির তরফে। আরেকটি বাইকে দেখা গিয়েছে দুর্দান্ত স্টাইল এবং একাধিক আকর্ষণীয় ফিচার। এখানে একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এখন আলোচনা চলছে যে এই বাইকের দাম কত হবে সেটা নিয়ে।

এই বাইকের নাম কী হবে?

Qianjiang JV এবং Harley-Davidson এই বাইক তৈরির অনুমতি পেয়েছে বলেই জানা গিয়েছে। এমনটাই দাবি করা হয়েছে একটি আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে। আসন্ন দুটি বাইকের নাম হল HD350 ও HD500। তবে বাজারে এই বাইকের নাম হবে X350 ও X500।

এই বাইকে কোন এবং কেমন ইঞ্জিন থাকবে?

143 কিলোমিটার প্রতি ঘণ্টা যাওয়া যাবে এই 350 সিসির ইঞ্জিন যুক্ত বাইকের সাহায্যে। 500 সিসির ইঞ্জিন যুক্ত বাইকটির সর্বোচ্চ গতি হল 160 কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বাইক 47 bhp ক্ষমতা তৈরি উৎপন্ন করতে সক্ষম। এই বাইক আগামী দিনে Royal Enfield এর বিভিন্ন বাইক যেমন X350, ক্লাসিক 350 ইত্যাদির সঙ্গে প্রতিযোগিতা করবে। এছাড়া X500 বা Meteor 500 -কেও টক্কর দেবে এই বাইক।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :