Happy Kali Puja and Diwali wishes 2024 in Bengali: দুর্গা পূজার শেষেই শুরু হয় যায় দীপাবলির কাউন্ট ডাউন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত হয় কালী পূজা। এই বছর কালী পূজা বা দীবাবলি পড়েছে 31 অক্টোবর। এই শুভ উৎসব অন্ধকারের ওপর আলোর, মন্দের ওপর ভালোর এবং অজ্ঞতার ওপর জ্ঞানের বিজয়কে বোঝায়। শহরের প্রতিটি কোনা সেজে ওঠে আলো এবং প্রদীপে।
আপনি যদি আপনার প্রিয়জনকে শুভ দীপাবলি 2024 এর শুভেচ্ছা জানাতে চান, তবে এখানে সেরা শুভেচ্ছা রয়েছে।
আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা এবং ভালবাসা। শুভ দীপাবলি।
দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসবে প্রতিটি কোনায় জলুক আলো। শুভ দীপাবলি।
দীপ এর উৎসবে প্রানভরা শুভেচ্ছা এবং ভালোবাসা! এই দীপাবলি কাটুক অনেক হাসি আর ভালোবাসার সঙ্গে।
দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক আপনার জীবন। …
আলোর উৎসবে সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন।
আপনাকে এবং আপনার পুরো পরিবারকে দীপাবলির শুভেচ্ছা জানাই!
দীপাবলি-র রাত যেমন আলোয় ভরে ওঠে, তেমনই তোমার জীবন খুশির আলোয় ভরে উঠুক। শুভ দীপাবলি
দীপাবলি-র পুণ্য লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, উন্নতি, সৌভাগ্য ও সীমাহীন আনন্দ। শুভ দীপাবলি
উজ্জ্বল হোক প্রতিদিন, আলোকিত হোক জীবন। রইল কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা।
মা কালী আমাদের জীবনে অন্ধকার দুর করে নতুন আলো প্রবাহিত হোক। শুভ কালী পুজো।
মা কালী আপনার জীবনে ভালোবাসা এবং আশীর্বাদ করুক। জম মা কালী।
অশুভ শক্তির বিনাশ হোক এই আলোর উৎসব দীপাবলিতে।
আমি প্রার্থনা করছি এই দীপাবলি আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ দূর হোক। শান্তি ও শান্তি ও সমৃদ্ধি আসুক আপনার জীবনে। দীপাবলির শুভেচ্ছা সকলকে!
আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠুক সবাই। পরিবারে ভরে উঠুক খুশির হাওয়া। দীপাবলির শুভেচ্ছা সকলকে…