চিনের মোবাইল কোম্পানি ভারতীয় ইউজার্সদের ডাটা চুরি করছে
চিনের মোবাইল কোম্পানি ইউজার্সদের ডাটা চুরি করছে, যার জন্য সরকার 21টি মোবাইল তৈরির কোম্পানিকে নোটিশ পাঠিয়েছে
সরকার 21টি মোবাইল কোম্পানিকে নোটিস পাঠিয়েছে, যার মধ্যে ভিভো, ওপ্পো, সাওমি আর জিওনির মতন কোম্পানির নামও আছে। এই নোটিস পাঠাবার প্রধান কারন যে ইউজার্সদের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে
সরকার মনে করছে যে মোবাইল কোম্পানি গুলি ইউজার্সদের ডাটা হ্যাক করছে আর এই অভিযোগ সব থেকে চিনা কোম্পানি গুলিকে করা হচ্ছে। সরকার ভয় পাচ্ছে যে এই সব মোবাইল কোম্পানি গুলি ইউজার্সদের ব্যক্তিগত তথ্য কন্ট্র্যাক্ট আর মেসেজ চুরি করছে।
অ্যাপেল, স্যামসং আর মাইক্রোম্যাক্সের মতন কোম্পানি গুলিও এই 21টি কোম্পানির মধ্যে আছে যাদের ইলেকট্রনিক্স আর তথ্য মন্ত্রক নোটিশ পাঠিয়েছে।
ইলেকট্রনিক্স আর তথ্য মন্ত্রকের একজন উচ্চ পদস্থ অফিসার জানিয়েছেন যে, কোম্পানি গুলিকে 28 আগস্ট অব্দি সময় দেওয়া হয়েছে। এর পরে অডিট করা হবে যাতে এই নির্মাণকারী সংস্থা গুলি প্ল্যান করবে কিনা তা থাকার সম্ভাবনা থাকবে। এও জানা গেছে যে কোম্পানি গুলি এই বিষয়ে কোন প্ল্যান না করে তবে তাদের পেনাল্টি দিতে হবে।
এর আগেও সরকার চিনের ইলেকট্রনিক্স আর তথ্যর সমীক্ষা শুরু করে দিয়েছে।
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট আর অ্যামাজন