গুগল পার্সান ফাউন্ডার কেরালার বন্যায় আটকে থাকা মানুষদের সাহায্য করবে

গুগল পার্সান ফাউন্ডার কেরালার বন্যায় আটকে থাকা মানুষদের সাহায্য করবে
HIGHLIGHTS

গুগল মানুষের সাহায্য করার জন্য নিজেদের পার্সান ফাইন্ডার নিয়ে এসেছে যা তাদের কাজে আসবে যারা কাউকে খুজলেও তাদের বিষয়ে কোন খবরনেই

কেরালার বন্যা এই সময়ে ভারতের সব থেকে বড় প্রাকৃতিক দুর্যোগের একটি হিসাবে উঠে এসেছে। অসংখ্য মানুষ মারা গেছেন আর অসংখ্য মানুষ এখনও আপদকালীন পরিস্থিতিতে ফেসে আছেন। যারা এই বন্যায় আটকে আছেন তাদের মধ্যে আতঙ্ক বেড়ে চলেছে।

গুগল মানুষের সাহায্য করার জন্য নিজেদের পার্সান ফাইন্ডার নিয়ে এসেছে যা তাদের কাজে আসবে যারা কাউকে খুজলেও তাদের বিষয়ে কোন খবরনেই।

গুগল ছাড়া, Paytm আর অ্যামাজনও নিজেদের মতন করে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে। Paytm কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ডোনেশান করা শুরু করেছে। আর অ্যামাজন NGO গুলির জন্য কেনাকাটা করে ডোনেশানে অংশগ্রহণ করছে।

এই বর্ষায় কেরালায় অসম্ভব বৃষ্টি হয়েছে। IMD র ডাটা অনুসারে, জানুয়ারি আর জুনের মাঝে কেরালায় 800 আর 1,600mm বৃষ্টি হয়েছে আর 1 জুনব আর 15 আগস্টের মাঝে 2,091mm বৃষ্টি হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo