Google-এর বড় সিদ্ধান্ত! 2024-এর এপ্রিল থেকে বন্ধ হচ্ছে এই Nest প্রোডাক্টগুলো, তালিকায় কী কী আছে?
Google -এর তরফে এই একাধিক Nest প্রোডাক্ট বন্ধ হয়ে যাচ্ছে
2024-এর এপ্রিল থেকেই তারা এই প্রোডাক্টগুলো উৎপাদন করবে না
এগুলো আপডেট করতে সমস্যা হচ্ছে বলেই এই সিদ্ধান্ত নিল Google
Google-এর তরফে জানিয়ে দেওয়া হল তারা তাদের একাধিক হোম প্রোডাক্টের বিক্রি বন্ধ করে দিতে চলেছে, এর মধ্যে আছে Dropcam, Nest Secure, Works with Nest, ইত্যাদি। একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই টেক জায়েন্ট জানিয়ে দিয়েছে তারা আর এই প্রোডাক্টগুলো বিক্রি করবে না, সার্ভিস দেবে না।
Nest Secure হল গুগলের হোম অ্যালার্ম সিস্টেম যেটার সঙ্গে নেস্ট গার্ড, নেস্ট ট্যাগ, ইত্যাদির সুবিধা মেলে। এগুলো প্রত্যেক কটাই Nest App -এর মাধ্যমে কাজ করে। এই সিস্টেম 2017 সালে আনা হয়েছিল। এবং 2020 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। এবার এই ডিভাইসগুলোর ক্ষেত্রে এতদিন Google যে সাপোর্ট দিত সেটাও আর মিলবে না। আগামী বছরের 8 এপ্রিল, অর্থাৎ 2024 সালের 8 এপ্রিল থেকে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে।
Google -এর তরফে তাদের একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে বিগত কয়েক বছরে তারা একাধিক প্রোডাক্ট লঞ্চ করেছে এবং গ্রাহকদের নিরাপত্তার দিকটা সুরক্ষিত রাখার চেষ্টা করেছে। কিন্তু তাদের পক্ষে এখন এই প্রোডাক্টগুলো আপডেট করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই পোস্টে গুগলের তরফে লেখা হয়, এই প্রোডাক্টগুলোকে আপডেট করা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেটার অপশনে খন উপলব্ধ আছে।
Nest App -এর মাধ্যমে 2024 এর 8 এপ্রিল থেকে আর Nest Secure ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। ততদিন পর্যন্ত গ্রাহকরা এখন যা যা ফিচার উপলব্ধ আছে সেগুলোই ব্যবহার করতে পারবেন। Google এর তরফে গ্রাহকদের অন্য সিস্টেমে সুইচ করার সুযোগ এবং অপশন দেওয়া হচ্ছে এই সিস্টেম পুরোপুরি ভাবে বন্ধ করার আগে। এছাড়া এই টেক জায়েন্টের তরফে স্মুদ ট্রানজিশনের জন্য 200 ডলার অফার করা হচ্ছে যাতে গ্রাহকরা Google Store ব্যবহার করে সেলফ সেটআপ সিস্টেমের অফার নিতে পারে ADT -এর থেকে। Google -এর তরফে তিন বছর আগে প্রায় 450 মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় তাদের সিকিউরিটি ফার্ম ADT -তে। এখন সম্প্রতি দুটি কোম্পানি এই সিকিউরিটি সলিউশন দিচ্ছে গ্রাহকদের।
অন্যদিকে 2013 সালে Google -এর ভিডিও স্ট্রিমিং ক্যামেরা হল ড্রপক্যাম এটা চলে wifi -এর সাহায্যে। এখন এই ডিভাইসের হার্ডওয়্যার আপডেট করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাই এটার পরিষেবা বন্ধ করে দেবে গুগল। 2024 -এর 8 এপ্রিল পর্যন্ত এর পরিষেবা মিলবে। এই টেক জায়েন্ট যা যা তথ্য ডাউনলোড করার আগে এখান থেকে সেগুলো সব 8 এপ্রিল 2024 -এর আগে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে গ্রাহকদের।
এই ব্লগ পোস্টে একই সঙ্গে জানানো হয়েছে যাঁরা Nest Aware সাবস্ক্রাইবার তাঁদের একটি করে নতুন ইনডোর Nest ক্যাম দেওয়া হবে বিনামূল্যে। থার্ড পার্টির সাহায্যে Nest -এর যে কাজগুলো হতো সেগুলোকেও বন্ধ করে দেবে Google। এমনটাই জানা গিয়েছে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile