শিক্ষক দিবসের দিনে Google Doodle য়ের শুভেচ্ছা

শিক্ষক দিবসের দিনে Google Doodle য়ের শুভেচ্ছা
HIGHLIGHTS

আজকে শিক্ষক দিবসের দিনে Google অ্যানিমেটেড Doodle বানিয়েছে

গুগল আজকে অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে সারা দেশ আর বিশ্বের সমস্ত শিক্ষকদের সম্মানিত করেছে। ডুডলে চশমা পরিহিত একটি গ্লোব দেখা গেছে আর যা সারা বিশ্বে ঘুরছে। আর ডুডলে বই দেখানো হয়নি বরং গান, খেলা ইত্যাদি জিনিস দেখানো হয়েছে। আর ভারতে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে স্বীকৃত হলেও সারা বিশ্ব 5 অক্টোবড় UNESCO শিক্ষক দিবস হিসাবে উদযাপন করে।

আমরা 5 সেপ্টেম্বর আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আর দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্মানে তাঁর জন্মদিনের দিনে শিক্ষক দিবস পালন করি।

এটি আমাদের দেশে 1962 সালে শুরু হয়। আর আজকে সারা দেশের সমস্ত স্কুল,কলেজ আর ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালন করা হচ্ছে।

একজন শিক্ষকের প্রকৃত পথ প্রদর্শন একজন মানুষের সারা জীবনের আদর্শ আর পাথেয় হিসাবে উঠে আসে।

Digit.in
Logo
Digit.in
Logo