ChatGPT হচ্ছে এমন একটি অ্যাপ যা কিনা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উপর নির্ভর করে বানানো হয়েছে। এটি গোটা পৃথিবী জুড়ে দারুন সাড়া পেয়েছে। অনেকেই বলেছিল ChatGPT নাকি গুগলকে ছাপিয়ে যেতে চলেছে। কিন্তু এখন উল্টো দান দিয়ে দিল Google। এই সংস্থার সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে তাঁরা AI ফিচারস আনছেন Google -এর সার্চ ইঞ্জিনে। তিনি গত বুধবার Q4 আর্নিংস কলে জানিয়েছেন যে হয় পৃথিবীর মানুষ জলদি একটি পরীক্ষামূলক এবং দারুন উপায়ের খোঁজ পাবেন। এবং সেই শক্তিশালী জিনিসটি সরাসরি ব্যবহার করতে পারবেন।
এই সংস্থার যে নিজের ল্যাঙ্গুয়েজ মডেল আছে সেগুলো ডায়লগ অ্যাপ্লিকেশনের জন্য উপলব্ধ করবে Google সার্চ। অর্থাৎ এই ডায়লগ অ্যাপ্লিকেশনে এখন থেকে ল্যাঙ্গুয়েজ মডেলের সুবিধা দেওয়া হবে। ফলে কথা বলার মতো প্রশ্ন করলেও ফলাফল দেখাবে গুগল। কিংবা তথ্য ভিত্তিক কোনও প্রশ্ন যদি করা হয় ব্রাউজারকে তাহলেও উত্তর মিলবে। আগামীতে বেশ কয়েক সপ্তাহ বা মাসের জন্য গুগল সার্চের যে উন্নত মানের পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, যে পরিণত ভার্সনের কথা বলা হচ্ছে সেটার পরীক্ষা শুরু করা হবে।এমনটাই জানিয়েছেন সুন্দর পিচাই। ফলে এই সার্চ জায়েন্ট যে AI বেসড সার্চ ইঞ্জিন আনছে Google IO 2023 অনুষ্ঠানে সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে।
সুন্দর পিচাই তাঁদের এই AI বেসড সার্চ ইঞ্জিনের বিষয় যখন কথা বলছিলেন তখন তিনি তাতে ChatGPT -এর উল্লেখ করেন। তিনি বলেন এখনকার সময় সব থেকে গভীর প্রযুক্তি হল AI। এই AI এর ফুলফর্ম হল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। সুন্দর পিচাই তাঁর বক্তব্য বলেন যে জলদি নতুন টুলস এবং API নিয়ে আসবে Google। এগুলো ডেভেলপারদের দেওয়া হবে যেটার সাহায্যে তাঁরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে নিজেদের অ্যাপ তৈরি বা ডিজাইন করতে পারবেন।
একই সঙ্গে এদিন সুন্দর পিচাইয়ের কথায় এই AI চ্যাটবটের যে আশঙ্কার দিক বা বিষয় আছে সেটা নিয়ে তিনি বলেন যে এখন বাজারে AI অ্যাপের বা প্ল্যাটফর্মের চাহিদা বেশি এবং সেগুলো প্রস্তুত। তাই তিনি জানান যে তাঁরা AI -কে দায়িত্ব নিয়ে তৈরি করবেন। সেটাকে আরও নিশ্চিত করার জন্য তাঁরা এতে বিনিয়োগও করেছেন। একই সঙ্গে সতর্ক আছেন।
তবে বর্তমানে গুগল একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। দ্যা ভার্জ তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে গত মাসে যে T-Mobile ডেটা ব্রিচের ঘটনা ঘটেছিল সেটার সঙ্গে Google Fi সার্ভিস ব্যবহার করত যাঁরা তাঁদের নানা তথ্য সাইবার প্রতারকরা হাতিয়ে নিয়েছে সেটার লিংক আছে। অর্থাৎ এই সাইবার অ্যাটাকের ঘটনার সঙ্গে ওই ডেটা ব্রিচের ঘটনা ওতপ্রোত ভাবে জড়িত বলে মনে করা হচ্ছে।