digit zero1 awards

গত 25 বছরে Google Search-এ সর্বোচ্চ ট্রাফিক! মেসির বিশ্বজয়ে Google-এর নয়া রেকর্ড!

গত 25 বছরে Google Search-এ সর্বোচ্চ ট্রাফিক! মেসির বিশ্বজয়ে Google-এর নয়া রেকর্ড!
HIGHLIGHTS

সুন্দর পিচাইয়ের নতুন ঘোষণা

গত 25 বছরে সর্বোচ্চ ট্রাফিক পেল গুগল সার্চ

মেসির বিশ্বকাপ জয় নতুন ইতিহাস রচনা করল গুগল

একদিকে মেসির (Lionel Messi) বিশ্বজয় আরেকদিক Google -এ তৈরি হল নতুন রেকর্ড। গতকাল গোটা বিশ্ব মেসি ম্যাজিক দেখল। সঙ্গে Google Search পেল গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ ট্রাফিক। এমন কথাই ঘোষণা করলেন সুন্দর পিচাই। সোমবার টুইট করে এমন কথাই জানালেন সুন্দর পিচাই। রবিবার বিশ্বকাপ চলাকালীন গুগল সার্চ তার জন্মলগ্ন থেকে গত 25 বছরের মধ্যে সর্বাধিক সার্চ ট্রাফিক পেয়েছে। 

গতকালের ফুটবল বিশ্বকাপ -এর ফাইনাল একটি মনে রাখার মতো ম্যাচ ছিল। ম্যাচ ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অবশেষে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে 4-2 গোলে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপ জয় পূরণ হয় মেসির। দীর্ঘদিনের খরা কাটিয়ে ফের দেশে বিশ্বকাপ নিয়ে যান আর্জেন্টাইন প্লেয়াররা। আর এই এই ঘটনা যে কেবল খেলার মাঠে কিংবা স্পোর্টস টিভিতে সীমাবদ্ধ ছিল এমনটা কিন্তু মোটেই নয়। তার আঁচ লেগেছিল সর্বক্ষেত্রে। 

সুন্দর পিচাই টুইট করে বলেন, ফিফা বিশ্বকাপ চলাকালীন গত 25 বছরের মধ্যে Google traffic রেকর্ড গড়েছে। ফল দেখে মনে হয়েছে গোটা পৃথিবীর মানুষ কেবল একটাই জিনিস সার্চ করেছে। তিনি আরও বলেন তাঁর কাছে এটাই ফুটবলের সেরা ম্যাচ ছিল। পিচাই আরও একটি টুইট করেন সেখানে তিনি বলেন ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলই ভীষণ ভালো খেলেছে। তাঁর মতে মেসির থেকে বেশি যোগ্য কাল কেউ ছিল না এই কাপ পাওয়ার জন্য। একজনের কেরিয়ারের সেরা পারফরমেন্স। 

Google Search record

1998 সালে গুগল সার্চের জন্ম হয়। সের্জেই ব্রিন এবং ল্যারি পেজ  এই সার্চ ইঞ্জিনের জন্ম দিয়েছিলেন। মার্কেটের 90% শেয়ার হোল্ড করত গুগল সার্চ 2002 সাল পর্যন্ত।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo