Google Down: বিশ্বের অনেক জায়গায় বন্ধ হল গুগল ডাউন

Google Down: বিশ্বের অনেক জায়গায় বন্ধ হল গুগল ডাউন
HIGHLIGHTS

সার্চ ইঞ্জিন গুগল (Google) আজ সকালে বিশ্বের অনেক দেশে কাজ করা বন্ধ করে দেয়

গুগলে সার্চ করার সময় ইউজাররা 500 Error মেসেজ দেখতে পাচ্ছিল

সারা বিশ্বে 40 হাজারেরও বেশি ইউজাররা সমস্যার সম্মুখীন হয়েছেন

সার্চ ইঞ্জিন গুগল (Google) আজ সকালে বিশ্বের অনেক দেশে কাজ করা বন্ধ করে দেয়। আওটএজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector.com অনুসারে, সারা বিশ্বে 40 হাজারেরও বেশি ইউজাররা সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের ইউজাররাও গুগল সার্চ ইঞ্জিনের সাথে সমস্যার কথা জানিয়েছে। আপাতত গুগল এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

ইউজাররা দেখতে পাচ্ছেন এই মেসেজ

গুগলে সার্চ করার সময় ইউজাররা 500 Error মেসেজ দেখতে পাচ্ছেন। লোকেরাও এর স্ক্রিনশট নিয়ে কোম্পানিকে রিপোর্ট করেছে। তবে কোম্পানির জবাবের অপেক্ষায় আছে। ভারতীয় সময় সকাল 7 টা থেকে, ইউজাররা গুগল ডাউন (Google Down) হওয়ার বিষয়ে অভিযোগ করতে শুরু করে, যদিও সমস্যাগুলি আধা ঘন্টার মধ্যে কমতে শুরু করে।

Google logo

তবে বলে দি যে ভারতে গুগল (Google) সঠিকভাবে কাজ করেছিল। ভারতীয় ইজারের তরফে কোনও অভিযোগ করা হয়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo