গুগল প্লে স্টোর ডিলিট করল 500 অ্যাপ

গুগল প্লে স্টোর ডিলিট করল 500 অ্যাপ
HIGHLIGHTS

আমেরিকার সাইবার সুরক্ষা ফার্ম লুকআউট ভয় পেয়েছিল যে এই অ্যাপ গুলি সবার ব্যাক্তিগত তথ্য চুরি করতে পারে

গুগল এই ভয়ে প্লে স্টোর থেকে 500’র বেশি অ্যাপ ডীলিট করে দিয়েছে। এই অ্যাপ গুলির মধ্যে বেশ কিছু গেমও আছে। আমেরিকার সাইবার সুরক্ষা ফার্ম লুকআউট এর ভয় ছিল যে এই অ্যাপের ফলে সবার ব্যাক্তিগত তথ্য চুরি হতে পারে। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

লুকআউট অনুসারে যে অ্যাপ গুলি ডিলিট করা হয়েছে তার মধ্যে একটি বিশেষ সফটওয়্যার এর সাহায্যে সবার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

লুকআউটের এই খবরের পরে গুগল এই অ্যাপ প্লেস স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এর মধ্যে, গেমস, মেসেজ অ্যাপ, অনলাইন রেডিও, ফটো এডিটিং, শিক্ষা, স্বাস্থ্য, ফিটনেস আর ভিডিও ক্যামেরা ইত্যাদি অ্যাপ আছে। সাইবার বিশেষজ্ঞদের অনুসারে এই অ্যাপ গুলি আইজ্যাক্সান অ্যাডভার্টাইজিং সফটওয়্যার ডেভ্লাপমেন্ট কিট(এসডিক) এর সঙ্গে যুক্ত। এরকম অ্যাপের মাধ্যমে বড় ফাইল ডাউনলোড করার সময় এসডিকে বাগ দেখা গেছে।

আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo