টেক কোম্পানি Google এর সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট Made by Google 2024 দুই মাস আগেই আয়োজিত করতে চলেছে। গুগল এর এই মেগা ইভেন্ট মেড বায় গুগল 2024 আজ অর্থাৎ 13 অগাস্ট হতে চলেছে। এই ইভেন্টে কোম্পানি তার নতুন স্মার্টফোন Pixel 9 series চালু করবে। তবে লঞ্চের আগেই কোম্পানি পিক্সেল 9 সিরিজের স্মার্টফোন টিজ করে দিয়েছে। এই বছর মেড বায় গুগল ইভেন্ট আজ ভারতীয় সময় অনুযায়ী রাত 10.30 টায় শুরু হবে। ভারতে কোম্পানি তার প্রোডাক্ট 14 অসাস্ট লঞ্চ করবে।
এটি প্রথমবার যখন Pixel 9 Pro Fold ভারতে লঞ্চ করা হবে। গুগল ইন্ডিয়া এর তরফে এই ডিভাইসটি ভারতে পোস্ট করা হয়েছে।
গুগল এর এই ইভেন্ট কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেলে লাইভ দেখা যাবে।
গুগল এই ইভেন্টে নতুন পিক্সেল 9 সিরিজের ঘোষনা করা হবে। এই সিরিজে 4 স্মার্টফোন Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold আসবে বলে আশা করা হচ্ছে। আপকামিং গুগল ফোনে কোম্পানি AI ফিচার অফার করতে পারে।
স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি তার নতুন পিক্সল ওয়াচ 3 আনতে পারে। লিক অনুযায়ী এতে বড় XL মডেল হবে।
গুগল ঘড়ি এবং স্মার্টফোন সহ এই ইভেন্টে পিক্সেল বডস প্রো 2 লঞ্চ হতে পারে। এটি নতুন ডিজাইন সহ আসবে।
আরও পড়ুন: BSNL এর 365 দিনের সবচেয়ে সস্তা প্ল্যানে Jio Airtel বাজিমাত, 4G ডেটা সহ একগুচ্ছ সুবিধা