Google I/O 2023 আজকেই অর্থাৎ 10ই মে অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানেই Google -এর তরফে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। জানা যেতে পারে Google Bard অর্থাৎ এই কোম্পানির তরফে Chat GPT -এর প্রতিদ্বন্দ্বী হিসেবে যেটাকে প্রস্তুত করা হয়েছে সেটার বিষয়ে একাধিক তথ্য।
অ্যান্ড্রয়েড 14 -এর বিষয়ে নানা তথ্য এই অনুষ্ঠান থেকে প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে। এই বছর Google -এর তরফে Google Pixel 7a, এবং Pixel Fold ফোন দুটিকে লঞ্চ কর হবে এই অনুষ্ঠানে। একই সঙ্গে এখানে Pixel Tab -এর সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে পারে।
আপনি যদি এই অনুষ্ঠানটিকে লাইভ দেখত চান তাহলে সেটাও দেখা সম্ভব। এটি সকাল 10.30 থেকে এদিন শুরু হবে। তার আগে দেখুন Google -এর তরফে Google I/O 2023 অনুষ্ঠানে কী কী প্রদর্শিত হতে পারে।
Google -এর তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে Google Pixel 7a ফোনটি 11 মে থেকে দেশে কেনা যাবে। এটি Flipkart -এ উপলব্ধ হবে। ফোনটিকে অনেকটাই Pixel 7 সিরিজের মতো দেখতে।
এখানে একটি আড়াআড়ি ক্যামেরা মডিউল আছে ফোনের রিয়ার প্যানেলে যেখানে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। সঙ্গে একটি পাঞ্চ হোল কাট আউট থাকবে যেখানে সেলফি ক্যামেরা দেখা যাবে।
এই ফোনে 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে সহ Google Tensor G2 প্রসেসর থাকবে। এই ফোনের দাম 45,000 টাকার আশপাশে হবে।
এটা গুগলের প্রথম ফোল্ডিং ফোন। এই অনুষ্ঠানেই এটি লঞ্চ হবে। এই ফোনটিকে Samsung Galaxy Z Fold সিরিজের সঙ্গে প্রতিযোগিতা করতে দেখা যাবে বাজারে।
এই ফোনের কভার স্ক্রিন অনেকটাই চওড়া, ফলে যখন ফোনটা খোলা হবে তখন সেটাকে এমনই স্মার্টফোনের মতোই দেখতে লাগবে। 7.8 ইঞ্চির ভিউয়িং এরিয়া থাকবে এই ফোনে। সঙ্গে Google Tensor G2 প্রসেসর থাকবে এই ফোল্ডিং ফোনে।
ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে এই ফোনে। এই ফোনটির দাম 1.45 লাখ টাকা বা তার বেশি হবে। তবে এটা হয়তো ভারতে লঞ্চ করবে না।
Google -এর তরফে তাদের Pixel Tablet প্রথম গত বছর দেখানো হয়েছিল। এখন এটা লঞ্চ হতে চলেছে। এই ট্যাবলেটে Tensor G2 প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে।
এখানে 10.9 ইঞ্চির একটি IPS ডিসপ্লে থাকবে যেখানে 2560X1600 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। এখানে 16:10 অ্যাসপেক্ট রেশিও থাকবে। এই ট্যাবলেটের দাম 50,000 টাকার আশপাশে হবে।
এই অনুষ্ঠানে Google হয়তো তাদের Nest Home -এর কিছু প্রোডাক্ট দেখাতে পারে। এছাড়া Bard chatbot সম্পর্কে কোনও তথ্য উঠে আসতে পারে এখানে। এটা আপাতত কিছু নির্দিষ্ট ব্যবহারকারী কিছু নির্দিষ্ট দেশে ব্যবহার করতে পারছেন।
Google জানিয়েছে তারা শীঘ্রই এটিকে Chrome -এর সঙ্গে যুক্ত করবে যাতে ব্যবহারকারীরা AI -এর ক্ষমতাকে কাজে লাগাতে পারেন। প্রসঙ্গত Microsoft -এর Bing Chat আপাতত এই দৌড়ে এগিয়ে আছে, এবং এটি একাধিক কাজে ব্যবহৃত হচ্ছে।