গুগল ম্যাপ আরও সাতটি শহরে তাদের ট্রান্সিট ফিচার লঞ্চ করল

গুগল ম্যাপ আরও সাতটি শহরে তাদের ট্রান্সিট ফিচার লঞ্চ করল
HIGHLIGHTS

গুগল ম্যাপের ট্রান্সিট ফিচার এবার চণ্ডীগড়, লক্ষনৌ, বরোদা, ইন্দোর, মহীশূর, সুরত ও কোয়েম্বটোরে লঞ্চ করা হয়েছে

গুগল তাদের ট্রান্সিট ফিচার প্রবেশের বিস্তার ভারতের আরও সাতটি শহরে এই ফিচার লঞ্চ করেছে।  এই ফিচারের দ্বারা গ্রাহকরা আরও ভালভাবে নিজেদের কম্পিউটার প্ল্যান করতে পারবে। এই ফিচারের মাধ্যমে লোকেরা  আঞ্চলিক ট্রান্সপোটেশনের জন্য অনেক বিকপ্ল পাবে।

পরিবহন ফিচারের মাধ্যমে বাস রুট, বাস স্টপ এর খবর পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে আপনি বাসের অ্যারাইভাল ও ডিপার্চার সম্পর্কে  খবর নিতে পারবে। এই ফিচার মেট্রো ও লোকাল ট্রেনের জন্যও কাজ করে। আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ

এই সাতটি নতুন শহর সহ এখন ভারতে ১৬ টি শহরে এই ফিচার লঞ্চ হয়েছে। এই ফিচার দিল্লি, মুম্বাই, ব্যাঙালোর, চেন্নাই, কলকাতা, জয়পুর, হায়দ্রাবাদ, পুনে এবং আহমেদাবাদ এ আছে। এর আগে এই সার্ভিস ভারতের ৯টি শহরে সীমিত ছিল। আমেজান থেকে 12,799 টাকায় কিনুন Dell Inspiron 11 3162 11.6-inch Laptop

গুগল ভারতের সাতটি আরও শহর যুক্ত করেছে, এখন মোট শহরের সংখ্যা ১৬টি। গুগলের এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও iOS দুটির জন্যই পাওয়া যাবে। এটি ব্যবহার করার জন্য আপনাকে গুগল ম্যাপ অ্যাপ খুলে নিজের গন্তব্য দিন। এর পরে আপনি রুট ও যে পরিবহন পাওয়া যাবে  সেই বিষয়ে খবর পেয়ে যাবেন।  গন্তব্য দেওয়ার পর  গেট ডিরেকশন অপশনে ক্লিক করুন। এর পরে আপনার কম্পিউটারে উপলব্ধ বিকপ্ল ব্যবস্থার খবর নিতে পারেন।

আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ

আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ

আমেজান থেকে 12,799 টাকায় কিনুন Dell Inspiron 11 3162 11.6-inch Laptop

আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo