গুগল জাপানের বিজ্ঞানী Katsuko Saruhashiয়ের 98 তম জন্মদিনে তাঁর ডুডলা বানিয়ে তাঁকে সম্মান জানাল

Updated on 22-Mar-2018
HIGHLIGHTS

Saruhashi তাপমাত্রা, pH স্তর ক্ল্যারেনিটি নির্ভর জলের কারবিক এসিডের একাগ্রতার সঠিক ভাবে মাপার প্রথম বৈজ্ঞানিক ছিলেন

আজকে গুগলে জাপানের বিজ্ঞানী Katsuko Saruhashi’র 98তম জন্মদিনে ডুডল করে তাঁকে সম্মান জানিয়েছে। Katsuko Saruhashiয়ের জন্ম 22 মার্চ 1920 সালে টোকিয়োতে হয়েছিল আর তিনি ভু –রসায়নের ওপর কাজ করা বিজ্ঞানী হিসাবে বিখ্যাত। আজকে পেটিএম মলে এই টেলিভিশান গুলির ওপর ভাল ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Katsuko Saruhashi বলেছিলেন যে, “এমন অনেক মহিলা আছেন যারা একজন ভাল বৈজ্ঞানিক হতে পারেন। আমি সেই দিক দেখতে চাইন যেদিন মহিলারা বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে পুরুষদের সমান অংশীদার হবেন”।

Saruhashi তাপমাত্রা, pH স্তর ক্ল্যারেনিটি নির্ভর জলের কারবিক এসিডের একাগ্রতার সঠিক ভাবে মাপার প্রথম বৈজ্ঞানিক ছিলেন ।

গুগল নিজেদের ব্লগে লিখেছে যে, “আজকে Dr Katsuko Saruhashi য়ের 98 তম জন্মদিননে তাঁর বিজ্ঞানের যোগদান আর বিজ্ঞানে অংশ গ্রহন করার জন্য আমরা তাঁকে আন্ত্রিক শ্রদ্ধা জানাচ্ছি”। Dr Katsuko Saruhashi প্রথম মহিলা যিনি 1957 সালে ইউনিভার্সিটি অফ টোকিয়ো থেক কেমিস্ট্রিতে ডকটরেট করেছিলেন। 

Connect On :