Google Apps-এ এসেছে একগুচ্ছ নতুন আপডেট, দেখুন লিস্ট

Updated on 11-Mar-2022
HIGHLIGHTS

OTP গুলি এখন 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট করার অপশন পাওয়া যাবে

Google তার আরও একটি জনপ্রিয় অ্যাপ Message এর সাথে ইন্টিগ্রেট করেছে

এখন থেকে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই, পার্কিং এর জন্য পেমেন্ট করতে পারবেন

 

Android স্মার্টফোনগুলির সঠিক এবং বহুদিন সার্ভিস পাওয়ার জন্য, Android OS এর আপডেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ডিজাইন এবং ফিচার আনার পাশাপাশি, আপডেটগুলি মোবাইলে নতুন সিকিউরিটি প্যাচ যোগ করে এবং বিভিন্ন বাগ ফিক্স করে থাকে। তবে শুধুমাত্র OS আপডেট করলেই হবেনা, মোবাইলের অ্যাপগুলিও আপডেটেড রাখা অত্যন্ত জরুরি।

এই বিষয়টি মাথায় রেখেই Google তাদের বিভিন্ন অ্যাপের জন্য নতুন নতুন আপডেট নিয়ে এসেছে গত কয়েক মাসে। Google এর Message হোক বা Photos, Gboard হোক বা Google TV, সব ধরনের Google অ্যাপেই আনা হয়েছে লেটেস্ট আপডেট। যা অ্যাপগুলিকে আরও স্মুথ ও সহজ করে তুলেছে এবং যেসমস্ত সমস্যা ছিল সেগুলো সমাধানের চেষ্টা করেছে। নতুন আপডেটে আসা কিছু ফিচার একদম নতুন, আবার কিছু ফিচার আগের ফিচারেরই আপডেটেড ভার্সান। Google এর অ্যাপগুলিতে নতুন কী কী এসেছে তা জানতে হলে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন বিস্তারিত।

Google অ্যাপগুলির রিসেন্ট আপডেট

Messages

iMessage reaction: iMessage ইউজারদের রিয়াকশন এবার থেকে টেক্সট মেসেজে ইমোজি ডিসপ্লে করা হবে। এটি আগের রিয়াকশন সমস্যার সমাধান করতে চলেছে। আগে টেক্সট ব্যাক হত, "লাইকড[ অরিজিনাল পুরো মেসেজ]"।

Category: নতুন আপডেটের পর এখন আপনি, ইনবক্সের উপরে বিভিন্ন ধরনের ক্যাটেগরিতে ট্যাপ করে পার্সোনাল এবং বিজনেস টেক্সট সহজেই দেখতে পারবেন।

OTP Clean Up: ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) গুলি এখন 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট করার অপশন পাওয়া যাবে।

Nudges: আপনি কোনো মেসেজের রিপ্লাই দিতে মিস করে গেছেন, সেটির সম্পর্কে কুইক রিমাইন্ডার দেওয়া যাবে।

Birthday Reminder: আপনার Google Contacts অ্যাপে থাকা কোনো কন্ট্যাক্ট যদি জন্মদিন লিস্টেড থাকে, তাহলে আপনি তার জন্মদিনের দিন তার মেসেজ বা কনভারসেশন ওপেন করলে একটি রিমাইন্ডার পাবেন।

Photos Integration: Google তার আরও একটি জনপ্রিয় অ্যাপ Message এর সাথে ইন্টিগ্রেট করেছে। এবার আপনি আপনার হাই কোয়ালিটি ভিডিও আপনার iOS বন্ধুদের পাঠাতে পারবেন। Google Photo-এর লিঙ্ক হিসেবে Message এ ভিডিওগুলি যাবে।

YouTube preview: আপনি এবার থেকে কনভারসেশনে যেকোনো YouTube ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন।

Gboard

Grammar Correction: Gboard এর Grammar কারেকশন আপনার টাইপ করার সময়েই বানান ও গ্রামার ঠিক করে দেবে। এটি প্রাইভেসি বজায় রেখেই ডিভাইসগুলিতে কাজ করবে। এটি প্রথমে Pixel ইউজারদের জন্যে রিলিজ করলেও এখন সকল Android ইউজাররা ব্যবহার করতে পারবেন।

Emoji Kitchen: Google এর জনপ্রিয় স্টিকার ক্রিয়েশন টুলটি 2,000 টি নতুন ম্যাশআপ নিয়ে এসেছে।Photos

Portrait Blur: আপনি যদি Google One এ সাবস্ক্রাইব করে থাকেন অথবা আপনার কাছে যদি Pixel ডিভাইস থেকে থাকে তাহলে খুব শীঘ্রই আপনি আরও অনেক সাবজেক্টের উপর blur অপশন পেয়ে যাবেন। যেমন- খাবার, গাছ, পশু ইত্যাদি। এছাড়াও আপনি পোর্ট্রেটে না তোলা ছবিতেও পরে blur যোগ করতে পারবেন।

অন্যান্য Google অ্যাপ

Google TV: আপনার প্রিয় টিভি শো গুলি এক জায়গায় এনে সেগুলির লেটেস্ট স্টোরি দেখানো হবে নতুন হাইলাইট ফিচারের মাধ্যমে।

Android Auto: এখন থেকে আপনি আপনার ভয়েসের মাধ্যমেই, পার্কিং এর জন্য পেমেন্ট করতে পারবেন।

Nearby Share: এখন কোনো কিছু একসাথে অনেকের সাথে শেয়ার করা সম্ভব।

Widgets: নতুন এই স্ক্রিন টাইম উইজেট ফিচারটির সাহায্যে গ্রাহকরা ডিজিটাল কনসাম্পশনের শীর্ষে থাকতে পারবে।

Live Transcribe: এই ফিচারটি এখন ইন্টারনেট ছাড়াও কাজ করবে।

Google Weekly

গ্রাহকরা তাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে সমস্ত লেটেস্ট নিউজ পাবেন Google এর মাধ্যমে।

Connect On :