Fujifilm X-E3 মিরারলেস ক্যামেরা ভারতে লঞ্চ হল
এই ক্যামেরাটি ব্ল্যাক আর সিলভার কালারে পাওয়া যাচ্ছে, যার দাম 70,999 টাকা (শুধু বডির জন্য) থেকে শুরু হচ্ছে
প্রিমিয়াম মিরারলেস ডিজিটাল ক্যামেরার এক্স সিরিজ রেঞ্জ বিস্তৃত করার জন্য Fujifilm ইন্ডিয়া গত সপ্তাহের বুধবারে ভারতে Fujifilm 'X-E3' লঞ্চ করেছে। এই ক্যামেরাটি ব্ল্যাক আর সিলভার কালারে পাওয়া যাবে। যার দাম 70,999 টাকা (শুধু বডির জন্য) থেকে শুরু হচ্ছে।
’23 এমএম একটি এফ2 কিট’ এর সঙ্গে 'X-E3' এর দাম 89,999 টাকা আর '18-55' কিট যুক্তর দাম 1,02,999 টাকা।
জাপানের এই কোম্পানির উদ্দেশ্য 2019সালের মধ্যে প্রিমিয়াম মিরারলেস ক্যামেরা বাজারে নিজেদের শীর্ষস্থানে রাখা।
Fujifilm ইন্ডিয়ার প্রধান ডিরেক্টার ইউসাহুনো নিসিয়ামা বলেছে যে, “এক্স সিরিজকে সব থেকে প্রথমে 2011 সালের মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল। এটি ফটোগ্রাফির ক্ষেত্রে সবথেকে বেশি স্বীকৃত মিরারলেস ক্যামেরা। ভারতেও আমরা মিরারলেস ক্যামেরার ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি”।
'X-E3' এ 24.3 মেগাপিক্সালের ‘এপিএস-সি আকারের এক্স-ট্রান্স সিমোস 3 সেন্সার’ আর এক্স-প্রসেসসার প্রো ইমেজ প্রসেসিং ইঞ্জিন আছে।
এই ক্যামেরার অন্যান্য ফিয়ার্স দেখলে দেখা যাবে যে এতে একটি শাটার স্পিডের জন্য আর অন্যটি এক্সপোজার নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয়েছে।
কানেক্টীভিটির ক্ষেত্রে 'X-E3' তে ব্লুটুথ ফিচার আছে যা দিয়ে ছবি সহজেই কাউকে দেওয়া যায়।