TRAI New Guidelines: 1 সেপ্টেম্বর থেকে আর আসবে না ভুয়ো কল বা মেসেজ, কড়া নির্দেশ ট্রাইয়ের

TRAI New Guidelines: 1 সেপ্টেম্বর থেকে আর আসবে না ভুয়ো কল বা মেসেজ, কড়া নির্দেশ ট্রাইয়ের
HIGHLIGHTS

TRAI আবারও ফেক কল এবং মেসেজ বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করল

ট্রাই এর গাইডলাইন 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, নতুন নির্দেশিকার পর আপনার ফোনে ফেক কল এবং মেসেজ আসবে না

ট্রাই 20 অগাস্ট থেকে টেলিমার্কেটিং কোম্পানিদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে

TRAI আবারও ফেক কল এবং মেসেজ বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করল। ট্রাই এর গাইডলাইন 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন নির্দেশিকার পর আপনার ফোনে ফেক কল এবং মেসেজ আসবে না। টেলিকম নিয়ন্ত্রক টেলিমার্কেটিং কোম্পানির জন্য নতুন নিয়ম জারি করেছে। মোবাইল ব্যবহারকারীদের কাছে আসা ফেক কল এবং মেসেজগুলি বন্ধ করতে এই নতুন নিয়ম আনা হয়েছে, যাতে র মাধ্যমে প্রতারণা বন্ধ করা যায়।

TRAI এর নতুন গাইডলাইন কী

ট্রাই 20 অগাস্ট থেকে টেলিমার্কেটিং কোম্পানিদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এতে DLR প্ল্যাটফর্ম চালু করা থেকে শুরু করে মেসেজ এর মাধ্যমে পাঠানো লিঙ্ক এবং ফেক কল ব্লক করা পর্যন্ত নিয়ম রয়েছে।

আরও পড়ুন: 395 দিন রিচার্জ থেকে BSNL দিচ্ছে মুক্তি! এক বছরের বেশি যতখুশি করুন কলিং এবং ডেটা

নতুন নিয়ম অনুযায়ী, ফেক কলের জন্য টেলিকম অপারেটারদের দায় নিতে হবে। কারণ তাদের মারফতে ফেক কল করা হচ্ছে।

TRAI banned fake message and call

ট্রাই তার নতুন গাইডলাইনে 140 সিরিজের নম্বর থেকে করা টেলিমার্কেটিং কলগুলিকে 30 সেপ্টেম্বর 2024 এর মধ্যে অনলাইন ডিএলআর প্ল্যাটফর্মে শিফট করতে হবে।

ট্রাই এর তরফে সমস্ত এক্সেস সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়েছ যে URL, APK, OTT লিঙ্ক বা কল ব্যাক নম্বর সহ মেসেজ 1 সেপ্টেম্বর থেকে ব্লক করতে হবে।

ট্রাইয়ের নিয়ম অনুযায়ী, কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনও টেলিমার্কেটিং বা প্রমোশনাল কল বা মেসেজ করলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেডে করে দেওয়া হবে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে কোনো টেলিকম কোম্পানি ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Price Deal: 6000 টাকার কমে কিনুন 5000mAh ব্যাটারি, iPhone ডিজাইন সহ সদ্য লঞ্চ হওয়া ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo