ফেসবুক এবার তাদের মোবাইল অ্যাপের জন্য নোটিফিকেশান ব্যাজ কন্ট্রোল পরীক্ষা করছে

Updated on 27-Jun-2019
HIGHLIGHTS

ফেসবুক মোবাইল অ্যাপের জন্য নোটিফিকেশান কন্ট্রোল টেস্ট করছে

এই ফিচারটি অ্যান্ড্রয়েড আর iOS দুই ধরনের প্ল্যাটফর্মের জন্যই পরীক্ষা করা হচ্ছে

ফেসবুক তাদের মোবাইল অ্যাপের থেকে নোটিফিকেশান সরানোর বিষয়টি নিয়ে পরীক্ষা করছে। বেশ কয়েক বছর এই নিয়ে কাজ করার পরে এবার ফেসবুক অবশেষে এই বিষয়ে কাজ করেছে। যে সব ইউজার্সদের সব সময়ে পোকের দরকার নেই।

অ্যাপ রিসার্চাররা দেখেছেন যে এই সময়ে এই ফিচারটি iOS আর অ্যান্ড্রয়েড ভার্সানের মোবাইল অ্যাপে আছে। আর এই ফিচারটি এর সঙ্গে একটি ব্যাজ থাকা দরকার , বিশেষত তা মোবাইল, ট্যাব আর গ্রুপের ক্ষেত্রে। আর ফেসবুক TechCrunch কে তাদের একটি স্টেটমেন্টে বলেছে যে “ আমরা আশা করছি যে মানুষকে আরও বেশি করে ফেসবুক নোটিফিকেশানে কন্ট্রোল করতে দিতে পারব”।

ফেসবুক একটা দীর্ঘ সময় কাজ করেছে যে কি করে তারা ইউজারদের এই অ্যাপ ব্যাবহার করা বে আর তা স্পিডে চলবে। ব্যাজ অনুসারে এই অ্যাপে অনেক কিছু ব্যাবহার করা যায়। আর এর সঙ্গে এটি গ্রাহকদের তাদের দরকারি বিষয়ে জানায়। ফেসবুকও গুগল আর iOS য়ের মতন এক রকম ডিজিটাল ওলেবিং স্ক্রিন টাইম আনতে চায়। এই ফিচার এখন পরীক্ষা করা হচ্ছে আর ফেস বুক এটি পরে সবার জন্য নিয়ে আসবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :