ম্যালওয়ারের জন্য গুগল প্লে স্টোর থেকে ৬০টির মতন গেম সরিয়ে দিল গুগল

ম্যালওয়ারের জন্য গুগল প্লে স্টোর থেকে ৬০টির মতন গেম সরিয়ে দিল গুগল
HIGHLIGHTS

এই গেম গুলিতে পর্ন ম্যালওয়্যার এফেক্ট করেছিল বলেই গুগল এই সিদ্ধান্ত নিয়েছে

গুগল প্রায় ৬০টির মতন গেম প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। এই গেম গুলির বেশিরভাগই ছিল বাচ্চাদের গেম। এই গেম গুলি প্লে স্টোর থেকে সরানোর কারন হিসাবে গুগল বলেছে যে এই গেম গুলিতে পর্ন ম্যালওয়ার দেখা গেছিল। আর এর ফলে এই গেম গুলিতে পর্নোগ্রাফ্রির বিজ্ঞাপন চলছিল। আর কোন ভাবে সেই লিঙ্কে ক্লিক হলেই কিছু সফটোয়্যার ডাউনলোড হচ্ছিল। আর তাই এই সমস্যা থেকে বাঁচনতে গুগল তাদের প্লে স্টোর থেকে এই গেম গুলি সরিয়ে দিয়েছে।

প্লে স্টোরে গেম গুলি এই ধরনের ম্যালওয়্যার অ্যাটাকের সম্মুখীন হয়েছে শুনেই তা সরিয়ে দিয়েছে গুগল। একটি বিজ্ঞপ্তিতে গুগলের তরফে বলা হয়েছে যে “আমরা এই গেমগুলি প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছি।আর এর সঙ্গে ডেভলাপারদেরও ডিসেবেল করা হয়েছে। আর এখনও এই গেম গুলি যাদের কাছে আছে তাদের ডিভাইসে সতর্কবার্তা পাঠানো হয়েছে”।

তবে অনেকের কাছেই এই ধরনের বিষয় বেশ অবাক হওয়ার মতন কারন। কারন তাদের বক্তব্য গুগলের সেফটি ফিচার ছাড়া কি করে এই গেম গুলি এতদিন গুগল প্লে স্টোরে ছিল?

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo