পেটিমে ইন্সট্যান্ড ডিজিটাল লোন দেওয়ার জন্য ক্লিক্স ফিনান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে

পেটিমে ইন্সট্যান্ড ডিজিটাল লোন দেওয়ার জন্য ক্লিক্স ফিনান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে
HIGHLIGHTS

এবার ছোট ব্যাবসায়ীদের লোন পাওয়া সহজ হবে

পেটিএম আর ক্লিক ফিনান্সের পার্টনারশিপ

পেটিএম ইন্সট্যান্ট ডিজিটাল লোন দেওয়ার জন্য ডিজিটাল নন ব্যাঙ্কিং ফাইনানসিয়াল কোম্পানি (NBFC) Clix Financeর সঙ্গে পার্টনারশিপ করেছে, আর এতে পেটিমে তাদের গ্রাহকদের আর মার্চেন্টসদের ইন্সট্যান্ট ডিজিটাল লোন দিতে পারবে।

এই পার্টনারশিপের পরে এবার ছোট ব্যাবসায়ীদের জন্য লোন নেওয়া সহজ হবে আর যারা নিয়মিত ব্যাঙ্ক থেকে লোন পান না তাদের জন্যও লোন পাওয়া সহজ হবে।

কোম্পানি বলেছে যে এই ‘ডেফার্ড পেমেন্ট ‘ বা পোস্টপেড আর মার্চেন্ট প্রোদাক্ট আছে,

পেটিএমের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট Nitin Misra  বলেছেন যে আমরা আমাদের পেটিমে পোস্টপেড আর মার্চেঞ্জট ল্যান্ডিং প্রোডাক্টের প্রতিক্রিয়া দেখেছি। আর এই পার্টনারশিপের পড়ে এবার আমরা ক্রেডিট টেস্টেড অ্যাল্গোরিদাম ল্যান্ডিং প্রোডাক্টের জন্য বড় ভাবে গ্রাহকদের আর মার্চেন্টদের কাছে পৌঁছান সম্ভব।

বিজয় শর্পা ভারতে 2010 সালে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সহযে বানানোর জন্য পেটিমে শুরু করেছিলেন। আর অপশান ক্যাপিটাল পরিষেবা প্রাইভেট লিমিটেড শুরু 1994 সালে হরিয়ানার গুরুগ্রামে হয়।  

Digit.in
Logo
Digit.in
Logo