এন্ট্রি লেভেল ফোনের জন্য নতুন স্ন্যাপড্র্যাগন 215 নিয়ে আসছে কোয়াল্কম

Updated on 10-Jul-2019
HIGHLIGHTS

ডুয়াল সিম সাপোর্ট থাকবে

বেশ কিছু আপগ্রেডেশান আছে

ফাস্ট GPU আছে

কোয়াল্কম এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য নতুন চিপসেট নিয়ে এসেছে। স্ন্যাপড্র্যাগন 215 গত বারের স্ন্যাপড্র্যাগন 21 র থেকে বেশি ভাল আর আপগ্রেটয়েড এটি 64 বিট CPU, ফাস্ট GPU আর ডুয়াল ক্যামেরা সাপোর্ট যুক্ত।

নতুন চিপসেট পুরনো 28nm নোড দিয়ে তৈরি যা SDM 12 য়ের সঙ্গে এসেছে। আর এই দুটি চিপসেটে পার্থক্য এদের কোর্স। নতুন CPU য়ের চারটি কোর্টেক্স A53 কোর্সের সঙ্গে এসেছে যা 1.3GHz ক্লড আর এটি স্ন্যাপড্র্যাগন 21 চিপসেট যুক্ত কর্টেক্স A7 কোর্স য়ের সঙ্গে আনা হয়েছে। আর ARM অনুসারে কোর্টেক্স A53 কোর্স চারতি A7 য়ের তুলনায় 50% বেশি ফাস্ট। 64বিট একটি আপগ্রেডেশান আর এটি অ্যান্ড্রয়েডের নতুন ভার্সানের সঙ্গে কম্প্যাটেবেল আর এটি একে আরও ভাল করে।

নতুন চিপসেটে স্ন্যাপড্র্যাগন 425 য়ে থাকা অ্যাড্রিনো 308 GPU রাখা হয়েছে। কোয়াল্কম দাবি করেছে যে GPU এর আগের স্ন্যাপড্র্যাগন 21 য়ে দেওয়া অ্যাড্রিনো 304 GPU থেকে 28% বুস্ট ডেলিভার করে।

আর এছাড়া কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 215 ডুয়াল ISP র সঙ্গে এসেছে আর এটি স্ন্যাপড্র্যাগন 200 সিরিজের মডেলের। ডুয়াল ISP ক্যামেরা সাপোর্ট ভাল করে। স্ন্যাপড্র্যাগন 215 য়ের 13MP র দুটি 8MP মডিউল হ্যান্ডেল করতে পারে। আর চিপসেট আপগ্রেড 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে আর যা SD212 তে শুধু 8MP সিঙ্গেল আর 720p ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেত।

নতুন প্রসেসারে 720p ডিসপ্লে রেজিলিউশান সাপোর্ট করে। আর অ্যাস্পেক্ট রেশিও সাপোর্ট করে যা 19:9 করা যায়। Wi-Fi 5 (802.11ac) আর ব্লুটুথ 4.2 যুক্ত করার পড়ে কানেক্টিভিটি ভাল করা হয়েছে আর অ্যান্ড্রয়েড পে সাপোর্টের জন্য NFC আপগ্রেড করা হয়েছে। আর অন্য আপডেটে VoLTE, EVSভয়েস কল আছে।

নতুন চিপসেটে শুধু কুইক চার্জ 1.0 সাপোর্ট আছে আর যা সর্বাধিক 10W চার্জিং পাওয়ার অফার করে আর সেখানে স্ন্যাপড্র্যান 212 কুইক চার্জ 2.0(18W পর্যন্ত) সাপোর্ট করে।

ভায়াঃ

Connect On :