বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি এবার আপনি কিনতে পারবেন, কোম্পানি অর্ডার নেওয়া শুরু করেছে

বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি এবার আপনি কিনতে পারবেন, কোম্পানি অর্ডার নেওয়া শুরু করেছে
HIGHLIGHTS

এই উড়ন্ত গাড়ি কেনার জন্য গ্রাহকদের কাছে পাইল্ট লাইসেন্স থাকা দরকার আর কোম্পানি এই উড়ন্ত গাড়ির প্রথম ডেলিভারি 2019য়ে দেবে

জেনিভা ইন্টারন্যাশানাল মোটর শোতে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি নিয়ে আসা হয়েছিল। এই উড়ন্ত গাড়ি ডাচ কোম্পানি PAL-V নিয়ে এসেছিল। আর এবার কোম্পানি এই উড়ন্ত গাড়ির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। এই উড়ন্ত গাড়ির বুকিং কোম্পানি ওয়েবসাইটে করা যাবে। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে এল কিছু অসাধারন অফার

কোম্পানি দাবি করেছে যে, এই গাড়িটির প্রথম ডেলিভারি 2019 সালে করা হবে। আর ততদিনে এই উড়ন্ত গাড়িটি সুরক্ষা প্রমানপত্র পেয়ে যাবে।

এই উড়ন্ত গাড়িটিতে এক সঙ্গে দুজন বসতে পারবে আর রাস্তায় এর স্পিড 100 মাইল/প্রতি ঘন্টায়। আর এই গাড়িটির হাওয়াতে স্পিড 112 মাইল/ প্রতি ঘন্টা। এটি 11,000 ফিট উচ্চতা অব্দি যেতে পারে।

এটি একটি সুইচ দাবিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে এটি রোড থেকে এয়ার মোডে যেতে পারে। এর প্রথম লিমিটেড এডিশান মডেল 499,000 ইউরো ($621,500) দামে কেনা যেতে পারে। আর পরে যখন এটি লিবার্টি সাপোর্ট এডিশান আসবে তখন এর দাম 299,000 ইউরো হতে পারে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Digit.in
Logo
Digit.in
Logo