ফ্লিপকার্টের লজিস্টিক হাব হবে পশ্চিম বঙ্গে!

Updated on 20-Oct-2018
HIGHLIGHTS

এই হাবটি ফ্লিপকার্ট নদীয়ার হরিনঘাটাতে করতে পারে বলে অনুমান করা হচ্ছে

পুজোর মধ্যেই রাজ্যবাসীর জন্য দারুন খবর। আসলে এবার দেশের অন্যতম বড় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট রাজ্যে বিনিয়োগ করতে চলেছে। আগামী 6 মাসের মধ্যে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। সম্প্রতি এই খবর জানা গেছে। জানা গেছে যে রাজ্যের নদীয়া জেলার হরিন ঘাটাতে নিজেদের লজিস্টিব হাব করতে চলেছে এই কোম্পানি। আর এর জন্য তারা ইন্সটাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে চলেছে।

আর এই নতুন উদ্যোগের জন্য হরিন ঘাটাতে 358 একার জমির মধ্যে 100 একর জমি রাজ্য এই কোম্পানি কে দিচ্ছে।

পশ্চিমবঙ্গের অর্থ মন্ত্রকের তরফে জানা গেছে যে খুব তাড়াতাড়ি রাজ্যে 951 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট।

ফ্লিপকার্টের এই প্রোজেক্ট রাজ্য মন্ত্রিসভায় পাশ হলেই রাজ্যে ফ্লিপকার্টের বিনিয়োগ শুরু হবে। আর 3 মাসের মধ্যে কোম্পানি কাজ শুরু করবে বলেও জানা গেছে।

Connect On :