তাড়াতাড়ি করুন Flipkart এই পাওয়ারব্যাঙ্ক গুলিতে ডিস্কাউন্ট দিচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 27-Sep-2017
HIGHLIGHTS
আজকে ফ্লিপকার্ট ইন্টেক্স, লেনোভো সিসকা, ইত্যাদি কোম্পানির পাওয়ারে ব্যাঙ্কে ডিস্কাউন্ট দিচ্ছে
আপনি যদি কম দামে পাওয়ারব্যাঙ্ক কিনতে চান তবে আজ একটি ভাল সুযোগ আপনার সামনে এসেছে। আজ ফ্লিপকার্ট কিছু পাওয়ার ব্যাঙ্কের ওপর বেশ ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে এই ডিভাইস গুলি কম দামে কেনা যেতে পারে। এই ডিভাইসের মধ্যে কোন কোন ডিভাইসে 78%, 57%, 75%, 42%, 60% আর 55% অব্দি ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
- Ipro IP1042 10400 mAh পাওয়ারব্যাঙ্কের দাম এমনিতে Rs 2,799 কিন্তু ফ্লিপকার্টে 78% এর ডিস্কাউন্টের পরে এর দাম Rs 599 হয়ে গেছে। এই ডিভাইসের সঙ্গে ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসিও দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
- Intex IT-PB11K 11000 mAh পাওয়ারব্যাঙ্কের ওপর আজ 57% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে, যার পরে এর দাম Rs 1,899 থেকে কমে Rs 799 হয়ে গেছে। এই ডিভাইসে ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি অফার করা হচ্ছে। এখন থেকে কিনুন।
- Ipro iP40 13000 mAh পাওয়ারব্যাঙ্কের দামের ওপর 75% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে যার ফলে এর দাম Rs 3,199 থেকে কমে Rs 799 হয়ে গেছে। এই পাওয়ার ব্যাঙ্কটির সঙ্গে ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লসেমেন্ট পলিসিও পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- Lenovo PA 10400 mAh এর এই পাওয়ারব্যাঙ্কটির দাম এমনিতে Rs 2,499 কিন্তু ফ্লিপকার্টে এর ওপর 60% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আরে এর পরে এর দাম Rs 999 হয়েছে। এই ডিভাইসে ১ বছরের ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লসেমেন্ট পলিসি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
- Ambrane P-1122 NA 10000 mAh এর পাওয়ারব্যাঙ্কটির ওপর আজ ফ্লিপকার্টে 61% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এজ এই পাওয়ার ব্যাঙ্কটির দাম Rs 1,799 থেকে কমে Rs 699 হয়েছে। এই ডিভাইসে ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি অফার করা হয়েছে। এখান থেকে কিনুন।
- Rock ITP-105 10000 mAh পাওয়ারব্যাঙ্কের ওপর আজ 66% এর ডিস্কাউন্ট পাওয়া জাচ্ছেও, যার ফলে এর দাম Rs 1,799 থেকে কমে Rs 599 হয়েগেছে। এই পাওয়ার ব্যাঙ্কটির ওপর ১ বছরের লিমিটেড ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসির সঙ্গে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
- Ambrane P-1133 12500 mAh পাওয়ার ব্যাঙ্কের এমনিতে দাম Rs 2,199 কিন্তু ফ্লিপকার্ট আজ এর ওপর 59% এর ডিস্কাউন্ট দিচ্ছে আর জাস্র ফলে এর দাম Rs 899 হয়ে গেছে। এই ডিভাইসটি 12500 mAh এর ক্যাপাসেটি যুক্ত। এখান থেকে কিনুন।
- Syska X110 11000 mAh পাওয়ার ব্যাঙ্কটির দামের ওপর 42% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে যার ফলে এই ডিভাইসটির দাম Rs 1,899 থেকে কমে Rs 1,099 হয়েছে। এই ডিভাইসে ৬ মাসের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লেসমেন্ট অফার করা হয়েছে। এখান থেকে কিনুন।
- Syska Power Boost 100 10000 mAh পাওয়ারব্যাঙ্কটির দাম এমনিতে Rs 1,799 কিন্তু ফ্লিপকার্টে 55% এর ডিস্কাউন্টের পরে এর দাম Rs 799 হয়েছে। এই পাওয়ারব্যাঙ্কে ৬ মাসের ওয়ারেন্টি আর ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি অফার করা হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ ফ্লিপকার্টের সাইটে কিছু প্রোডাক্টের দামে কিছু পার্থক্য আপনারা দেখতে পারেন কারন সেলার্সরা দাম নিজেরা নিয়ন্ত্রন করে।