এসে গেল Flipkart Republic Day Sale 2025 এর তারিখ, দেদার ছাড়ে মিলবে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি
Flipkart Monumental Sale বা Flipkart Republic Day Sale ডেট এর ঘোষণা করে দিয়েছে
ফ্লিপকার্ট এর রিপাবলিক ডে 2025 সেল ফ্লিপকার্ট প্লাস মেম্বরদের জন্য 13 জানুয়ারি থেকে শুরু হবে
ফ্লিপকার্ট রিপাবলিক ডে 2025 সেলে ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, স্মার্ট এক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্সে সস্তা দামে কেনা যাবে
Flipkart Monumental Sale বা Flipkart Republic Day Sale: ফ্লিপকার্ট তার রিপাবলিক ডে সেলের ঘোষণা করে দিয়েছে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলকে মনুমেন্টাল সেল নাম দিয়েছে।
Flipkart Monumental Republic Sale কবে থেকে শুরু
ফ্লিপকার্ট এর রিপাবলিক ডে 2025 সেল ফ্লিপকার্ট প্লাস মেম্বরদের জন্য 13 জানুয়ারি দুপুর 12টায় শুরু হবে। বাকি সমস্ত গ্রাহকদের জন্য 14 জানুয়ারি থেকে শুরু হবে।
Monumental Republic Sale এর ডিল এবং অফার
ই-কমার্স সাইট নিশ্চিত করেছে যে সেল চলাকালীন Axis কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এতে ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, স্মার্ট এক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্সে সস্তা দামে কেনা যাবে। প্রতিদিন বিকেল 6টায় মাত্র 76 টাকায় ডিল অফার করা হবে। আবার প্রতিদিন সকাল 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত Rush Hour ডিল দেওয়া হবে।
বেস্ট মোবাইল ডিল পাওয়া যাবে ফ্লিপকার্ট মনুমেন্টাল রিপাবলিক ডে 2025 সেল
অনলাইন শপিং সাইট ডিল এবং অফার প্রকাশ করছে। সেল চলাকালীন iPhone 16 ফোনটি মাত্র 63,999 টাকায় কেনা যাবে যা ই-কমার্স সাইটে 74,900 টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, Galaxy S24+ ফোনটি সেলে 59,999 টাকায় শুরু হবে।
Google, OPPO, Realme এবং Motorola মতো কোম্পানির জনপ্রিয় এবং লেটেস্ট স্মার্টফোনও কম দামে পাওয়া যাবে। এছাড়া Apple iPad প্রজাতন্ত্র দিবস সেলে মাত্র 27,999 টাকায় বিক্রি করা হবে।
আরও পড়ুন: OnePlus 13 ফোনে আজ ধামাকা অফার, প্রথম সেলে 12,000 টাকা সস্তায় কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile