ফ্লিপকার্টে আজ বেশ কিছু স্মার্টফোন আর হেডফোনের ওপর অফার পাওয়া যাচ্ছে। এই ডিলে আপনি অ্যাপেল আইফোন SE, আইফোন 6, স্যামসং গ্যালাক্সি J7 সহ বেশ কিহু স্মার্টফোন আর জেবিএল T250SI, মোটোরোলার মতন কিছু হেডফোনের ওপরে অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি এদের মধ্যে কিছু কিনেত চান তবে এই লিস্টটি একবার দেখতে পারেন।
Apple iPhone SE (Space Grey, 32 GB), ফ্লিপকার্টে 23% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি এই ডিলে এটি 19,999 টাকায় কিনতে পারবেন এর আসল দাম অবশ্য 26,000। আর এর সঙ্গে 2,223 টাকার মান্থলি নো ক্সট EMI অপশানও এতে আছে। এছাড়া এটি এক্সচেঞ্জ অফারে আপনি 15,300 অব্দি ছাড়ের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Apple iPhone 6 (Space Grey, 32 GB), এই আইফোনটি ফ্লিপকার্ট থেকে 11% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি এই ডিলে এটি 25,999 টাকায় কিনতে পারবেন, এর আসল দাম অবশ্য 29,500 টাকা। আর এর সঙ্গে এটি 2,289 টাকার মান্থলি নো ক্সট EMI তে কিনতে পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফারে এটি 15,300 টাকা অব্দি ছাড়ের সঙ্গে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
JBL T250SI Wired Headphone (Black, Over the Ear), ফ্লিপকার্টে এই হেডফোনটি আজকের ডিস্কাউন্টে 64% ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। আপনি ডিলে এটি 899 টাকায় কিনতে পারবেন, এর আসল দাম অবশ্য 2,499 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
Motorola Pulse Max Headset with Mic (Black, Over the Ear), মোটোরোলা ব্র্যান্ডের এই হেডফোনটি ফ্লিপকার্টে 56% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি এটি 1099 টাকায় কিনতে পারবেন। এর সাল দাম 2,499 টাকা বলা হয়েছে। এটি দেখতে বেশ ভাল। এখান থেকে কিনুন।
Motorola Pulse 2 Headset with Mic (Black, Over the Ear), এই হেডসেটটি ফ্লিপকার্টে 48% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারা যাচ্ছে। আপনি ফ্লিপকার্টে এটি 819 টাকায় কিনতে পারবেন এর আসল দাম 1,599 বলা হয়েছে। এখান থেকে কিনুন।
Samsung Galaxy J7 Nxt (Gold, 16 GB) (2 GB RAM), স্যামসং এর এই ফোনটি আজকের ফ্লিপকার্ট ডিলে 11,490 টাকায় কেনা যাবে। এর আসল দাম 12,300 বলা হয়েছে। আর এর সঙ্গে এতে 1,915 টাকার মান্থলি নো কস্ট EMI পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি এটি 10,500 টাকা অব্দি ছাড়ের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Moto G5 Plus (Fine Gold, 32 GB) (4 GB RAM), মোটোরোলা ব্র্যান্ডের এই স্মার্টফোনটি আনি ফ্লিপকার্টের এই ডিলে 14,999 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম 16,999 টাআক বলা হয়েছে। আর এর সঙ্গে এটি 1,667 টাকার মান্থলি নো কস্ট EMI অপশানেও কেনা যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি এটি 14000 টাকার ছাড়ের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।