ভালোবাসার মরশুম এসে গিয়েছে। আর মাত্র কদিন পরেই সেই বিশেষ দিনটি, ভ্যালেন্টাইন্স ডে। নিশ্চয় আপনারও এই বিশেষ দিন নিয়ে কিছু ভাবনা আছে? সিনেমা যাওয়ার প্ল্যান করছেন নাকি? তাহলে বলি এবার আপনি আপনার সঙ্গীকে যেমন চমক দেবেন সিনেমার টিকিট উপহার দিয়ে তেমনই আপনার পকেটে চাপ পড়বে না অত! Flipkart তার গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এসেছে। এই E-commerce সাইটের তরফে আপনাকে দুটি ফ্রি টিকিট দেওয়া হবে সিনেমার। তবে, এখানেই লুকিয়ে আছে একটি টুইস্ট!
Flipkart থেকে আপনি 800 টাকার কেনাকাটা করার পর আপনাকে এই ফ্রি টিকিট দুটি দেওয়া হবে। ফলে একেবারে বিনামূল্যে পাবেন না। 800 টাকার বেশি কেনাকাটা করলে আপনি এই টিকিট পেয়ে যাবেন। কোন সিনেমার? কেন এখন যেটা সব থেকে ট্রেন্ডিং, সেই Pathaan এর। ফলে এখনও যদি সিনেমাটি না দেখে থাকেন তাহলে বিশেষ দিনে সেটা বিনামূল্যে দেখার সুযোগ কিন্তু আপনার হাতের মুঠোয়।
আপনাকে Flipkart থেকে ব্যক্তিগত যত্ন, সাজগোজের জিনিস বা চকলেট কিনতে হবে, তাও 800 টাকার। আপনি যেই 800 টাকার এই উল্লিখিত জিনিসগুলো কিনবেন অমনি আপনি এই ফ্রি টিকিট দুটো পেয়ে যাবেন। 91 মোবাইলসের রিপোর্ট জানিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিটা শোয়ের টিকিট এবং শুক্র থেকে রবিবারের মর্নিং শোয়ের টিকিট মিলবে এই ফ্রি টিকিটগুলোতে। তবে আপনি যদি এই অফার পেতে চান আপনাকে 18 এর গণ্ডি পেরোতে হবেই। এখনই এই অফার Flipkart -এ লাইভ হয়ে গিয়েছে। আগামী 14 ফেব্রুয়ারির রাত 11.59 পর্যন্ত চলবে এই অফার। কিন্তু এই কুপন 30 এপ্রিল পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। এবার আরও বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এই ফ্রি মুভি টিকিট পাওয়ার উপায়।
উল্লিখিত যে প্রোডাক্টগুলোর কথা বলা হল সেগুলো আপনাকে কিনতে হবে তাও 800 টাকার। এরপর আপনি যেই অর্ডার প্লেস করে দেবেন অমনি আপনার ইমেইল আইডিতে একটি ভাউচার পেয়ে যাবেন। এবার এই ভাউচারের সুবিধা পাওয়ার জন্য এটাকে স্ক্র্যাচ করে ওয়েবসাইটে ফিরে আসুন।
এবার ওয়েবসাইটে এসে আপনার নাম, নম্বর সহ যা যা ব্যক্তিগত তথ্য চাওয়া হবে সব দিয়ে দিন। এবার যে কোড আপনার কাছে এসেছে ওই ভাউচারের মাধ্যমে সেটাও দিন। তারপর জমা করে দিন।
আপনার কাছে এরপর আগামী 24 ঘণ্টার মধ্যে একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেইলে। এবার আপনাকে মুভি শো বেছে নিতে চাইলে এখানে সেই কোড বা OTP দিয়ে দিন। আপনাকে যে কোনও দুটি সিনেমা বেছে নিতে হবে। সঙ্গে কোথায় সিনেমা দেখতে চান সেটাও দিয়ে দিন, সঙ্গে সময়টা।
তবে এক্ষেত্রে মনের রাখবেন শোয়ের দিন কিন্তু ডেট যেদিন রিকোয়েস্ট করছেন তার 24 ঘণ্টার মধ্যেই হতে হবে। আপনি যেই এই সব তথ্য জমা দিয়ে দেবেন অমনি আপনার শো শুরু হওয়ার 24 ঘণ্টা আগেই আপনি টিকিট পেয়ে যাবেন।