স্যামসং এর এই স্মার্টফোন গুলির ওপর আজ ফ্লিপকার্ট ডিস্কাউন্ট দিচ্ছে

স্যামসং এর এই স্মার্টফোন গুলির ওপর আজ ফ্লিপকার্ট ডিস্কাউন্ট দিচ্ছে
HIGHLIGHTS

এই সেলে স্যামসং এর জে 7 প্রাইম, এস7, জে7 ম্যাক্স, গ্যালাক্সি অন জে7 2016 ইত্যাদি স্মার্টফোনের ওপর ছাড় পাওয়া যাচ্ছে

ফ্লিপকার্ট ফেস্টিভ ধামাকা ডেজের অন্তর্গত বেশ কিছু ব্র্যান্ডেড স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। আর সেই তালিকায় স্যামসং ব্র্যান্ডের কিশু স্মার্টফোনও আছে। এবার আমাদের এই তালিকায় থাকল তেমন কিছু স্যামসং স্মার্টফোনের তালিকা এর মধ্যে কিছু স্মার্টফোন আপনার পছন্দ হলে অবশ্যই তা কিনতে পারবেন এখান থেকে।  

  • Samsung Galaxy J7 Prime, স্যামসং এর এই স্মার্টফোনটি Rs 14900 দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির ওপর Rs. 2100’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
  • Samsung Galaxy S7, এই স্যামসং ফোনটি Rs.15100’র ফ্ল্যাট ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে। এটি এক্সচেঞ্জ অফারে আপনি Rs 3000 অব্দি ডিস্কাউন্ট পেতে পারেন। এখান থেকে কিনুন।
  • Samsung Galaxy On Nxt, ফোনটির 64 GB ভেরিয়েন্টটি Rs 12900 দামে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে Rs 5000’র ফ্ল্যাট ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
  • Samsung Galaxy On Max, ফোনটি Rs.15,900 দামে কেনাস যেতে পারে। এই ডিভাইসটিতে Rs1000’র ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। আর এটি এক্সচেঞ্জ অফারে আপনি আরও Rs 2000 অব্দি বাচাতে পারবেন। এখান থেকে কিনুন।
  • Samsung Galaxy J7 2016 ফোনটি Rs 4310 এর ফ্ল্যাট ছাড়ে কিনতে পাওয়া যাচ্ছে। আর আজ আপনি এই ফোনটি Rs 9490 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • Samsung J7 Max, ফোনটি Rs.1250’র ফ্ল্যাট ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে, আজ আপনি এই ফোনটি Rs 17900 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
  • Samsung Galaxy J3 Pro, স্যামসং ব্র্যান্ডের এই ফোনটি Rs 6990 দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির ওপর Rs 1500’র ফ্ল্যাট ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo