digit zero1 awards

বিগ বিলিয়ান ডেতে DLSR য়ে পান দারুন অফার

বিগ বিলিয়ান ডেতে DLSR য়ে পান দারুন অফার
HIGHLIGHTS

আজকের এই ডিলে আপনারা ক্যানন থেকে নিকন সবের DSLR ক্যামেরা আর বিভিন্ন লেন্সের ওপরে দারুন অফার পাবেন

ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডে সেলে আপনারা DSLR ক্যামেরা আর এর লেন্স দারুন সব অফারে কিনতে পারবেন। আর এই সব দারুন ডিলের সঙ্গে থাকছে দারুন অফার। আর এই আর এর সঙ্গে আপনাদের পছন্দ আমাদের জানাতে এখানে ক্লিক করুন।

Canon EOS 1300D DSLR Camera Body with Single Lens

আজকে এই ক্যামেরাটি আপনারা ফ্লিপকার্টের এই ডিলে একটি লেন্সের সঙ্গে মাত্র 20,990 টাকায় কিনতে পারবনে। আর এর আসল দাম সাইটে 31,995 টাকা বলা হয়েছে। আর এটির সঙ্গে একটি 16GB SD কার্ড আর ক্যারি কেস দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Nikon D3400 DSLR Camera Body with Dual Lens:

আজকে এই নিকনের ক্যামেরাটি দুটি লেন্সের সঙ্গে মাত্র 32,990 টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 47,450 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Canon EOS 1500D DSLR Camera Single Kit 

আজকে এই ক্যাননের ক্যামেরাটি আপনারা এই সেলে মাত্র 25,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 37,995 টাকা বলা হয়েছে। আর এর সঙ্গে একটি 16GB মেমারি কার্ড আর ক্যারি কেসও দেওয়া হচ্ছে। এখান থেকে কিনুন।

Canon EOS 3000D DSLR Camera Single Kit with 18-55 lens

ক্যাননের এই ক্যামেরাটি আপনারা আজকের সেলে মাত্র 18,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 31,995 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Canon EOS 3000D DSLR Camera Single Kit with 18-55 Lens 

আজকে এই ক্যাননের ক্যামেরাটি আপনারা এখানে মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 31,995 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Nikon AF-S NIKKOR 50mm f/1.8G Lens Lens 

নিকনের এই লেন্সটি আজকের এই সেলে আপনারা মাত্র 13,855 টাকায় কিনতে পারবেন। আর এটির আসল দাম সাইটে 15,270 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Nikon AF-P DX NIKKOR 70 – 300 mm f/4.5 – 6.3G ED VR Lens

আজকে এই নিকনের ক্যামেরার লেন্সটি আপনারা মাত্র 13,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 24,950 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Sigma 70 – 300 mm F4-5.6 DG Macro Lens

এই লেন্সটি আপনারা আজকের সেলে মাত্র 7,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 11,250 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাইটের এই দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo